কি জানি কখন কেমন করে
আমার শহরে তার আগমন,
সে আমার সবচে গোপন
অন্ধকারে আলোর শিহরণ।।
সে আমার শামুক সুখের ছোট্ট নালা
রহস্যে ঘেরা প্রিয় গ্রন্থশালা;
নতুন নতুন তার চোখের ভাষার
মুগ্ধ পাঠক হয়ে রই আজীবন।।
সমুদ্র নীল চোখে উদাসী নাবিক
আমি হারিয়েছি কূল,
উথাল পাথাল ঢেউ দোলায় জাহাজ হায়
ভাঙা মাস্তুল।
সে আমার দূর্বা সবুজ বুকে শিশিরের সুখ,
বকুলের ঘ্রাণ, প্রিয় শিউলির মুখ;
স্মৃতির শরীর ঘেঁটে প্রিয় কবিতায়
নিজেকে খোঁজার কারণ অকারণ।।
০১/০২/২৩
মন্তব্য করুন