আমি আমাকে বুঝিনি
আমাকে বোঝাতে চেয়েছি;
তাই ব্যর্থ হয়েছি,
হেরেছি, কষ্ট পেয়েছি।।
আমি আমাকে খুঁজিনি
খুঁজেছি সহজ কোনটা,
আমি হাজার নাটক, গল্প পড়েছি
পড়িনি আপন মনটা।।
আমি অকারণে বসে বিরহের গান গেয়েছি…
ছিলে জোছনায় ধোয়া আকাশের মতো স্বচ্ছ
আমি তোমাতেই গেছি লীন হয়ে তবু পারিনি
তোমাকে ধরতে!
আমি আমাকে বুঝিনি
বোঝার করিনি চেষ্টা,
আহা পানিতে মেটেনি
এ ভাঙা বুকের তেষ্টা।।
তবু বহুবার বহুবার যে মিটাতে চেয়েছি…
০২/০২/২৩
মন্তব্য করুন