সামনে চল্… সামনে চল্…
তৌহিদেরি সান্ত্রীদল
সামনে চল্… সামনে চল্।।
আসুক ডর, আসুক ভয়,
আসুক হিম দু:সময়
আসুক দুখ্ পাষাণ বুক
মৃত্যু বাঁধা; ঝড় বাদল
সামনে চল্… সামনে চল্।।
লক্ষ ভয় করবো জয়
তুলবো ঝড় বিশ্বময়,
গড়বো আজ খোদার রাজ,
ভাঙবো বাঁধ অমঙ্গল…
সামনে চল্… সামনে চল্।।
মানবো না আর পিছন টান
মানবো না আর বান তুফান
ডাকছে খুন রক্তারুণ
এই দুনিয়ার পথ উজল
সামনে চল্… সামনে চল্।।
সুর: আবদুল আহাদ
স্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু
মন্তব্য করুন