অন্দরে কেউ বাজায় বাঁশি-
ভালোবাসি ভালোবাসি,
বাহির-বাটি কাটাকাটি
যাবজ্জীবন কিংবা ফাঁসী।।
ভুলগুলো সই ভুল না হলে
পড়বে সাড়া সব মহলে,
তারচেয়ে তুই চুপ কোরে থাক
যাচ্ছে তো দিন ভালোই চলে।।
আমরা কিছু বলতে গেলে
বলবে, শালা মুর্খ চাষি।
যুগ জামানা বদ্ধ কানা
মশাল জ্বেলে করবিটা কি,
হস যদি তুই বৃক্ষ ফলদ
সবাই মিলে মারবে ঝাকি।।
তারচেয়ে তুই নীল হয়ে যা,
একলা আমি হই উদাসী।
০৫/০২/২৩
মন্তব্য করুন