কেন যে আমায় তোমার লাগলো ভালো
অত গোলাপ থাকতে
তাহলে ফুলদানিতে রাখলে কেন
বুকেই না হয় রাখতে।।
তবে কি কাঁটার ভয়ে দিলে নির্বাসন
জানিনা কি সুখ পেলে শূন্য রেখে হৃদয় সিংহাসন
কি ভুল হতো যদি আমায় তুমি
অন্য নামে ডাকতে।।
এখনো গোপন আশা দিইনি বিসর্জন
বাতাসে ঝরা ফুলের মালা গেঁথে জানাই আমন্ত্রণ
কি দোষ বলো তুমি সাধ ফুরালে
একা প্রহর জাগতে।।
মন্তব্য করুন