এখনো বুঝিনাতো তুমি যে কে
কেন যে মালাখানি যাও রেখে।।
যে পথে আমি যাই
তোমার দেখা পাই
তুমি যে নদী হয়ে
নীরবে যাও বয়ে
জানিনা কি যে চাও দূর থেকে।।
এ কথা বলি যদি ফুলের কানে কানে
নিজেই ব্যথা পাই নিজেরি অভিমানে।
হারাতে যদি চাই
সুদূরে চলে যাই
তুমি যে মিতা হয়ে
স্বপনে যাও ছুঁয়ে
জানিনা কেন নাও কাছে ডেকে
কেন যে সরে যাও কাছে ডেকে।।
সুর: আব্দুল আহাদ
মন্তব্য করুন