এ বুকে বিছাও প্রিয়া তোমার জায়নামাজ
তুমি যখন একান্ত মনে প্রভুর তসবিহ করো পাঠ
তার পাই যেনো আওয়াজ
আমি পাই যেনো আওয়াজ।।
তোমার চোখের জলে
কি নিপুণ কৌশলে
খোদার আরশ করে জয়
তার করি আন্দাজ
প্রিয়া বিছাও জায়নামাজ।
তুমি আমার ঘরের আলো
অন্তরে প্রেম সুধা ঢালো,
একসাথে আজ প্রভু প্রেমের
খুলি নিগুঢ় ভাঁজ।
প্রিয়া বিছাও জায়নামাজ…
০৬/০২/২৩
মন্তব্য করুন