আকাশ তখন মগ্ন ভেজা মেঘে
একটা চাঁদ আর একটা তারা জেগে
ঘুম ছিলো না চোখের পাতায় কারো;
‘প্রেম কারে কয় বলতে কি তা পারো?’
তুমি বললে হঠাৎ,
প্রেম কারে কয় বলতে কি তা পারো!
আমি দারুণ অবাক চোখে চেয়ে
ভাবছি তুমি চাচ্ছো কি গো মেয়ে!
তুমি কি চাও আগুন হয়ে জ্বলি
জল না হাওয়া কোনটা কে প্রেম বলি?
যেটাই বলি, তুমি কি ধার ধারো?
তার চেয়ে বুক উষ্ণ করি যদি
হইতো তুমিই শান্ত নিরবধি
বইলে তখন, বুঝলে প্রেমের মানে;
করলে তারিফ, ‘জানে সে প্রেম জানে।’
আমিও তখন প্রেমিক হলাম আরও।
মন্তব্য করুন