কেন চন্দ্রকলার মত তোমার ও মন
আজ আমার হৃদয় ঘিরে করে আলাপন।।
আমি জেনেছি গো জেনেছি
তাই হার মেনেছি
কল্পতরুর ফুলে মালা গেঁথে এনেছি
তাই শুধু পুলকিত হই অকারণ।।
আজ কেন বনলতা হতে মন চায়
সবুজ আবেগে শুধু জড়াতে তোমায়।
জানি ভোমরার সাড়া পেয়ে
ফুল কেন মরে লাজে
কেন তবু ঠাঁই দেয় বুকের মাঝে
তাই শুধু মনে জাগে মধু শিহরণ।।
মন্তব্য করুন