শোর উঠেছে এই দুনিয়ায়, বিষম রেশারেশি
করতে প্রমাণ চায় সকলে কার শক্তি বেশি!
হাতি, ঘোড়া, বাঘ, সিংহ ধরার যত প্রাণী –
হাঙ্গর, কুমির, তিমি মিলে করে হানাহানি!
মানুষ এসে বিতর্কে ভাই দিল যখন যোগ
ফয়সালা ঠিক হ’ল না আর বাড়লো যে দুর্ভোগ!
মাথা নেড়ে গুতোগুতি কিম্বা হাতাহাতি।
প্রবীণ জ্ঞানী সবার মাঝে বলেন তখন হেসে
“ঝগড়া লড়াই বাদ দিয়ে ভাই বাইরে দেখো এসে,
সৃষ্টি যিনি করেন প্রাণী, জমিন ও আসমান,
সকল কিছুর স্রষ্টা তিনি সর্ব শক্তিমান,
বেহুদা এই ঝগড়া-লড়াই, বিতর্ক, বিচার;
সবার মালিক যিনি, সকল শক্তি সে আল্লার।।”
মন্তব্য করুন