তোমায় যে কেন এত ভালো লাগে
কেন এত কাছে চাই
আজো সে কাহিনী তুমি তো জানো না
কেন এত ব্যথা পাই।।
কি যে তুমি চাও বুঝিতে পারিনা বলে
বাঁধা নীড় আমি পিছে ফেলে যায় চলে
যে গানে তোমার আঁখিজল ঝরে
সেই গান খানি গাই।।
নদী তো জানেনা মাটির বাসর
কেন দূরে চেয়ে থাকে
মাটির পৃথিবী জানেনা তটিনী
কারে আনমনে ডাকে।
তুমি যত ব্যথা দিয়েছো আমার বুকে
ফুল হয়ে তারা ফুটে ওঠে আজ সুখে
তবু কেন আজ মনে হয় ওগো
কেউ যেন কাছে নাই।।
সুর: মশিহ-উল-আলম
মন্তব্য করুন