ও প্রিয় ও… ও প্রিয় সই
আমার জানলাতে আলনাতে
তোমার হাতের ছোঁয়া কই।।
তুমি রাত বিরাতে আসো
শুধু স্বপ্নে কেনো হাসো,
একটু কাছে আসো দুটো
মনের কথা কই।।
শিউলি নাকি বেলি
তোমার কোনটা প্রিয় ফুল?
একটা পরো খোঁপায়
করো আর’টা কানের দুল;
জোছনা ধোয়া আঁচল দেখে
মুগ্ধ হয়ে রই…!
ঝর্ণা তোমার হাসি হাসে
রাত্রি দোলায় কেশ
হঠাৎ এলে চোখের পাড়ায়
হঠাৎ নিরুদ্দেশ।।
নাগাল পেতে তোমার যদি
পেতাম কোনো মই…
১৭/০২/২৩
মন্তব্য করুন