স্বপ্নে আমি শুনতে পেলাম তার / আবু হেনা মোস্তফা কামাল

স্বপ্নে আমি শুনতে পেলাম তার
কণ্ঠভরা সুরের ঝংকার।।

তার আকুল করা মঞ্জীরে
আকাশ নামে মন ঘিরে
কাজল চোখের চাহনিতে গোপন অভিসার।।

চাঁদের সাথে মিতালী তার
বন্ধু পলাশ বীথি
ঘুমের দেশে ভালবেসে
ছড়ায় মধুর গীতি।

তার পুষ্পবতী যৌবনে
রঙের ছোঁয়া মৌবনে
খোঁপায় দোলে কৃষ্ণচূড়ার রঙিন অলংকার।।

তোমায় যে কেন এত ভালো লাগে / আবু হেনা মোস্তফা কামাল

তোমায় যে কেন এত ভালো লাগে
কেন এত কাছে চাই
আজো সে কাহিনী তুমি তো জানো না
কেন এত ব্যথা পাই।।

কি যে তুমি চাও বুঝিতে পারিনা বলে
বাঁধা নীড় আমি পিছে ফেলে যায় চলে
যে গানে তোমার আঁখিজল ঝরে
সেই গান খানি গাই।।

নদী তো জানেনা মাটির বাসর
কেন দূরে চেয়ে থাকে
মাটির পৃথিবী জানেনা তটিনী
কারে আনমনে ডাকে।

তুমি যত ব্যথা দিয়েছো আমার বুকে
ফুল হয়ে তারা ফুটে ওঠে আজ সুখে
তবু কেন আজ মনে হয় ওগো
কেউ যেন কাছে নাই।।

সুর: মশিহ-উল-আলম

আমার এ চোখ তোমায় দেখেছে বলে / আবু হেনা মোস্তফা কামাল

আমার এ চোখ তোমায় দেখেছে বলে
প্রিয় বান্ধবী, তুমি সুন্দর হলে।।

সিঁথিমূলে যদি নাই পরো চন্দন
তোমার জন্য তবু অভিনন্দন
আমার প্রাণের প্রদীপে উঠবে জ্বলে।।

যদি ঐ হাতে নাই পরো কঙ্কণ
তবু অনন্যা রবে চির বন্ধন
আমার গানের বেদনার কল্লোলে।।

কেন চন্দ্রকলার মত তোমার ও মন / আবু হেনা মোস্তফা কামাল

কেন চন্দ্রকলার মত তোমার ও মন
আজ আমার হৃদয় ঘিরে করে আলাপন।।

আমি জেনেছি গো জেনেছি
তাই হার মেনেছি
কল্পতরুর ফুলে মালা গেঁথে এনেছি
তাই শুধু পুলকিত হই অকারণ।।

আজ কেন বনলতা হতে মন চায়
সবুজ আবেগে শুধু জড়াতে তোমায়।

জানি  ভোমরার সাড়া পেয়ে
ফুল কেন মরে লাজে
কেন তবু ঠাঁই দেয় বুকের মাঝে
তাই শুধু মনে জাগে মধু শিহরণ।।

এখনো বুঝিনাতো তুমি যে কে / আবু হেনা মোস্তফা কামাল

এখনো বুঝিনাতো তুমি যে কে
কেন যে মালাখানি যাও রেখে।।

যে পথে আমি যাই
তোমার দেখা পাই
তুমি যে নদী হয়ে
নীরবে যাও বয়ে
জানিনা কি যে চাও দূর থেকে।।

এ কথা বলি যদি ফুলের কানে কানে
নিজেই ব্যথা পাই নিজেরি অভিমানে।

হারাতে যদি চাই
সুদূরে চলে যাই
তুমি যে মিতা হয়ে
স্বপনে যাও ছুঁয়ে
জানিনা কেন নাও কাছে ডেকে
কেন যে সরে যাও কাছে ডেকে।।

সুর: আব্দুল আহাদ

কেন যে আমায় তোমার লাগলো ভালো / আবু হেনা মোস্তফা কামাল

কেন যে আমায় তোমার লাগলো ভালো
অত গোলাপ থাকতে
তাহলে ফুলদানিতে রাখলে কেন
বুকেই না হয় রাখতে।।

তবে কি কাঁটার ভয়ে দিলে নির্বাসন
জানিনা কি সুখ পেলে শূন্য রেখে হৃদয় সিংহাসন
কি ভুল হতো যদি আমায় তুমি
অন্য নামে ডাকতে।।

এখনো গোপন আশা দিইনি বিসর্জন
বাতাসে ঝরা ফুলের মালা গেঁথে জানাই আমন্ত্রণ
কি দোষ বলো তুমি সাধ ফুরালে
একা প্রহর জাগতে।।

কেন যে এখনো এলে না / আবু হেনা মোস্তফা কামাল

কেন যে এখনো এলে না
আমি কি এখনো অচেনা
বল আর কত দিন
আঁকি স্বপ্ন রঙিন।।

ঐ দূর পাহাড়ে
বেলা যে গেল
বনের বাতাসে
কান্না এল
তুমি কি আমার সাড়া
তবু পেলে না।।

তবু তুমি একদিন
আসবে বলে
মনের ময়ূর তার
পেখম খোলে
মন দিয়ে কেন আজো
মন মেলে না।।

তুমি আমার গানের আড়ালে করেছ / আবু হেনা মোস্তফা কামাল

তুমি আমার গানের আড়ালে করেছ
আলোর ভূবন রচনা
কণ্ঠে আমার তাই এত মায়া জাগে,
নয়নে আমার তাই এত রঙ লাগে।।

ফাল্গুনে তুমি তনিমা সাজাও ফুলে
আর দূর হতে আমি বীণাখানি হাতে তুলে
নতুন সুরের সৌরভ আনি
মধু বসন্ত রাগে।।

জীবনের ধূপ গন্ধ আনে
আপনার বিনিময়ে
মাটির বাসর রামধনু রচে
তারই সাত রঙ লয়ে।

গরবী তোমার করবী জড়ানো অলকে
রাতের মধুর স্বপন ছড়ালো বল কে
সে যে শুধু মোর সুরের কাকলি
তুমি কি বোঝনি আগে।।

সুর : আনোয়ার উদ্দিন খান

তুমি এতো সুন্দর / আবু হেনা মোস্তফা কামাল

তুমি এতো সুন্দর
তুমি কি সত্য হতে পারো
না হয় একটু খুঁত থাকতো রূপে
তাহলে আমার হতে আরো।।

বিদিশার কালো নিশা ও কালো কেশে
হাজার বছর পরে যদি না মেশে
মনে হয় কোনো ক্ষতি হতো না কারো।।

তুমি এতো সুন্দর কিছুতেই বিশ্বাস হয় না
কোনো কবি দিতে পারে উপমার সাতনরী গয়না।

উজ্জয়িনীর নীল ও দুটি চোখে
মেঘের চূড়ায় ভেসে এনে দিলো কে
মনে হয় আমি নই শত্রু তারো।।

শোন বোলবো তোমায় আমি একটি কথা / আবু হেনা মোস্তফা কামাল

শোন বোলবো তোমায় আমি একটি কথা
যদি শুনবে মেয়ে
তার অন্তরে ফাল্গুনী মর্মরতা
তুমি শুনবে মেয়ে।।

যেয়ো না, যেয়ো না তুমি বনের পথে
ঐ নূপুর পায়ে
তার ছন্দে মাতাল নেশা উঠবে জেগে
ঐ নদীর গায়ে
আমি সইতে পারি না তার সে মত্ততা।।

যেয়ো না, যেয়ো না তুমি বনের পথে
ওগো স্বপ্নপরী
তার কাঁকনের গুঞ্জনে উঠবে জেগে
ভীরু বন ময়ূরী।

তুলো না তুলো না তুমি ঢেউয়ের নেশা
ঐ অংগ ঘিরে
তার চপল সোহাগ লেগে আবীর ঝরে
ঐ নদীর তীরে
আমি সইতে পারি না তার সে মধুরতা।।

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: