স্বপ্নে আমি শুনতে পেলাম তার
কণ্ঠভরা সুরের ঝংকার।।
তার আকুল করা মঞ্জীরে
আকাশ নামে মন ঘিরে
কাজল চোখের চাহনিতে গোপন অভিসার।।
চাঁদের সাথে মিতালী তার
বন্ধু পলাশ বীথি
ঘুমের দেশে ভালবেসে
ছড়ায় মধুর গীতি।
তার পুষ্পবতী যৌবনে
রঙের ছোঁয়া মৌবনে
খোঁপায় দোলে কৃষ্ণচূড়ার রঙিন অলংকার।।