মাননীয় প্রফেট / আফসার নিজাম

মাননীয় প্রফেট, দরুদ সালাম
সহস্র সময়কে ধারণ করার জন্য
এবঙ বাতাসকে ঘুরিয়ে নির্মল কক্ষপথে পরিচালনার জন্য

কিন্তু বিস্মিত হবেন না মাননীয়
আপনার অনুসারীরা ধারণ করতে পারেনি
বাতাসের আর্দ্রতা-
কোমলতায় মেখে নিতে পারেনি
জাফরানি লোবান।

কারণ-
তারা হারিয়ে ফেলেছে
নান্দনিক চৈতন্যের
ইকরা বিসমি রাব্বি কাল্লাজি খালাক।

মাননীয় প্রফেট
এবার নেমে আসুন
দেখুন আপনার উম্মত
বাতলিয়ে দিন-
ডিজিটাল সময়কে নিয়ন্ত্রণ করার কৌশল
এবঙ পরমাণু শক্তির আনবিক বিন্যাসের কথা-

কবি আফসার নিজামের ‘মিষ্টি আলোর বৃষ্টি’ বইটির জন্য করা কিছু অলংকরণ

বইটি এবারের বইমেলায় পাওয়া যাবে। ছোট সোনামণীদের জন্য শিক্ষণীয় এবং সুন্দর কিছু ছড়ার সমাবেশ ঘটেছে বইটিতে। সবাই সংগ্রহে রাখতে পারেন।

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: