
প্রচ্ছদ: আমি আকাশ দেখতে যাবো…(২০১২) / আফসার নিজাম

মাননীয় প্রফেট, দরুদ সালাম
সহস্র সময়কে ধারণ করার জন্য
এবঙ বাতাসকে ঘুরিয়ে নির্মল কক্ষপথে পরিচালনার জন্য
কিন্তু বিস্মিত হবেন না মাননীয়
আপনার অনুসারীরা ধারণ করতে পারেনি
বাতাসের আর্দ্রতা-
কোমলতায় মেখে নিতে পারেনি
জাফরানি লোবান।
কারণ-
তারা হারিয়ে ফেলেছে
নান্দনিক চৈতন্যের
ইকরা বিসমি রাব্বি কাল্লাজি খালাক।
মাননীয় প্রফেট
এবার নেমে আসুন
দেখুন আপনার উম্মত
বাতলিয়ে দিন-
ডিজিটাল সময়কে নিয়ন্ত্রণ করার কৌশল
এবঙ পরমাণু শক্তির আনবিক বিন্যাসের কথা-
বইটি এবারের বইমেলায় পাওয়া যাবে। ছোট সোনামণীদের জন্য শিক্ষণীয় এবং সুন্দর কিছু ছড়ার সমাবেশ ঘটেছে বইটিতে। সবাই সংগ্রহে রাখতে পারেন।