তুমি চেয়েছিলে পেছনের কবিতারা
সামনে আসুক আবার নতুন কোরে,
শ্রাবণের যতো ঝরে পড়া সন্ধ্যারা
আবার আসুক আমাদের হাত ধরে!
কিন্তু এখনো রাতের বাজারে চাঁদ
কেমন মলিন জোছনা ছড়ায় দেখো,
পান্ডুর এই কবিতার খাতাটাতে
শূন্য পাতারা ধুলোয় রয়েছে ভরে!
তুমি চেয়েছিলে একটা রঙিন ছবি
আমার তখন চারকোল ভালোবাসা,
শাদা ক্যানভাসে গোটা গোটা কালো দাগ
রঙিন যা ছিলো পুষে রাখা অন্তরে
কিভাবে দেখাই, উপায় ছিলোনা জানা;
দেখাতে পারিনি তাই-
তুমি চেয়েছিলে পেছনের কবিতারা!
শ্রাবণের যতো ঝরে পড়া সন্ধ্যারা!!