একইতো পথ / সাইফ আলি

একইতো পথ
কারো জন্য শেষ হয়ে যায়
কেউবা আবার পথের মাঝেই
বার বার নিজেকে হারায়।।

যাত্রা পথে থামলে পথিক
একবার দেখোতো নিজেকে,
তোমার মাঝের পথটা সরল
নাকি গিয়েছে সে বেঁকে;
তুমি যাচ্ছো কোন ঠিকানায়?

ফুল-পাখি-রঙ
আমরা এবং
আমাদের লেখা এ গল্পের
শেষ হবে এখানে কখন কে জানে;
সবই ধুলো হয়ে যায়।

মিলনে-বিরহে, হাসি-কান্নায়
আমাদের সাজানো বাগানে
প্রবেশাধিকার থাকবে কি আর
কালকে সকালে কে জানে!
কেনো কাঁদবো এ মিথ্যে মায়ায়?

২৯.০৭.২১

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: