কতো বকুলের মালা গেলো শুকিয়ে
তোর শুন্য খোঁপার দিকে তাকিয়ে,
কতো রঙচঙে ভোর হল সন্ধ্যা
তোর দুচোখের জলছবি আঁকিয়ে।।
কবিতার খাতা হাতে দাঁড়িয়ে
কাঠগোলাপের সাথে গল্পে
কখনো ঘাসের ঘন চাদরে
ঝরা পলাশের চারুকল্পে
তোর ঝলমলে রূপে চোখ রেখেছি
না দেখার ভান করে তাকিয়ে।।
বাতাসেরা এলোমেলো ছন্দে
কানে কানে বলে যায়- শুনছো;
শব্দের ফুলে ফুলে কেনো এই
স্বপ্নের জাল তুমি বুনছো?
শিল্পীর রঙ গেছে ফুরিয়ে
তবু বাঁধতে পারেনি কোনো বৃত্তে
তুমি সামান্য কবি কোন সাহসে
প্রবেশাধিকার চাও চিত্তে?
আমি অবাক দুচোখে শুধু দেখলাম
তুই হেসেছিলি ঠোঁট দুটো বাঁকিয়ে।।
০২/০৯/২১