ভালোবাসা আজ ফুলকে করেছে একা
কাটাভরা ডাল, পাতারা ঝরেছে হাওয়ায়;
প্রেমিকার চোখ পাপড়িতে পরাজিত
কাটাদের সাথে প্রেমিকেরা পরিচিত!
দুলে ওঠা ঝোপ হারানো ফুলের ব্যথায়
খুব বেশিক্ষণ বিচলিত থাকবে না
যে পথে প্রেমিক চিহ্ণ রাখেনি কোনো
সে পথে যেওনা, তোমাকে সে রাখবে না।
১৫.০৮.২০