জোনাকি শোন
তোর সবুজ আলোর মায়ায় মজে মন
এই রাতের আধাঁর ঘিরে
জীবন নদীর তীরে
যায় ভুলে যায় দুঃখ ব্যথার হাজারও গুঞ্জন।।
……………………………………
(অসমাপ্ত)
30.05.19
জোনাকি শোন
তোর সবুজ আলোর মায়ায় মজে মন
এই রাতের আধাঁর ঘিরে
জীবন নদীর তীরে
যায় ভুলে যায় দুঃখ ব্যথার হাজারও গুঞ্জন।।
……………………………………
(অসমাপ্ত)
30.05.19
মাঝে মাঝে ব্যথা হয়
বুকের বা’পাশে
সন্ধেহে পোড়ে মন
যদি ফিরে না আসে।।
সেই পোড়া ঘ্রাণ কি তুমি পাওনা
পাও যদি ফিরে কেনো চাও না?
ভুল ছিলো বেশি কার
সে হিসাব যন্ত্রণার
পরিধি বাড়িয়েছে বুঝিনি
প্রেমের সহজ পথটা খুঁজিনি।।
বুঝেছি অনেক পর
তবুও ডাকছে ঘর দাঁড়াও না।
একডালে করলে বাস
একজনে ঝাড়লে পাখা
অন্যেরও লাগে বাতাস।
সে বাতাস ভাঙলে ঘর
ঘর হবে এ অন্তর
তবুও একবার পাখি
মন থেকে গান গাও না।
ডাকছি কেনো ফিরে চাও না
ঘর পোড়া ঘ্রাণ কি তুমি পাও না?
শহরের সবথেকে উঁচু বাড়িটায়
শুনেছি তোমার নাকি মিলেছে গো ঠাঁই
শুনেছি বিদেশী ভোজ সকাল বিকাল
সোনার খাঁচায় মায়া রোদ চমকায়।।
সাপ খোপ নেই কোনো শেয়ালের ভয়
উপর তলার তুমি শুনি পরিচয়
ডালে ডালে কাটে দিন পাতায় পাতায়
তোমাদের কথা ভেবে জ্বলি হিংসায়।।
খাবারের সন্ধানে ছুটে মরি রোজ
ব্যস্ত সময় গেছে, তুমিও নিখোঁজ
বহুদিন পরে আজ পেয়ে সংবাদ
ভাবলাম একবার দেখা করে যাই।।
সোনার খাঁচায় তুমি মানিয়েছো বেশ
চেহারায় ফুঁটে আছে যত্নের রেশ
চোখে ওকি জল হায়, কাঁদছো তুমি!
দাসের সভাব কেনো তোমার পাখায়??
০৩.১০.১৯
নিজেকে বিকিয়ে যারা কেনে জান্নাত
পৃথিবী তাদের কোনো ঠিকানা নয়
কোনো লোভ লালসাই ভোলে না তারা
থাকেনা তাদের কিছু হারানোর ভয়।।
সত্য যখন এসে সামনে দাঁড়ায়
অস্বীকার করে তারা দূরে ঠেলে না
তাতে যদি ভেঙে যায় পৃথিবী তাদের
ইমানের দাবি তবু মুছে ফেলে না।।
জান্নাতি পাখি তারা হবে নিশ্চয়।
দু’দিনের পৃথিবীটা চাওয়া পাওয়া যার
ব্যর্থতা তার কাছে শুধু হতাশার
লাভ ক্ষতি মেনে নিয়ে সুখি সেই হয়
আল্লা’র সাথে যার প্রেম-পরিনয়।।
শাহাদাৎ প্রিয় যার তার কলিজায়
জালিমের ভয় হানা দিতে পারে না
কুরানের আলো দিয়ে পথ দেখলে
কেউ তাকে ভুল পথে নিতে পারে না।।
প্রকৃত মুসলমান তার পরিচয়।।
০৫.১০.১৯
কালের স্রোতে নাও ভাসাতে চায় যদি বা মন
বিবেক এসে দেয় কি বাঁধা, করে কি বারণ?
মসজিদে যাও, সেজদা করো, ঘুষেও বসাও ভাগ
বলতে পারো কার সাথে কার চলছে অনুরাগ?
নামাজ কেনো বাঁধ সাধে না, খোঁজো কি কারণ?
তাওহিদেরই কালেমা পড়ে ঘুরছো নেতার পিছে
শির ঝুকে যায় সামনে কারো, কেউ বা পায়ের নিচে
পাক কালিমা দেয় না বাঁধা, থাকেনা স্মরণ!?
দৃষ্টি তোমার সংযত নয় যদিও রোজা রাখো
কালো টাকায় রাজধানীতে দালান তুলে থাকো
বছর প্রতি খানে কাবায় করছো বিচরণ!
06.10.19
লক্ষ তারা চাঁদের আলো রাতের কালো দূর করে
একটা পাখি একলা বসে আপন মনে সুর করে
মধুর সে গান তোমার নামে ও দয়াময় মাফ করো
মনের যতো পাপ কালিমা দাও মুছে দাও ছাফ করো।।
………………………….(অসম্পূর্ণ)
19.05.19
হারাম খাবার খাওনা তুমি গর্ব করে বলো
কিন্তু যখন সুদের হিসেব হয়
এটা সেটা যুুক্তি দেখাও, গা এড়িয়ে চলো
ঘুষের সাথে ভিষণ পরিণয়।।
মদ খেলে না, খাওনা শুয়োর কিংবা মৃত প্রাণি
কিন্তু তুমি লোক ঠকিয়ে বাড়তি ঠিকই কামাও
তোমার হাতের উপার্জনে খাও যদি ভাত পানি
সেটাও হারাম; পারলে এবার হারাম খাওয়া থামাও।
হারাম টাকায় কিনলে রুটি সেটাও হারাম হয়।
দু’নাম্বারি ব্যবসা তোমার ওজনে দাও ফাকি
ভাবছো তুমি কেউ পারেনা ধরতে সে চালাকি
হারাম নাকি ছোওনা তোমার জাহান্নামে ভয়
আল্লাহ তা’লা জানেন ঠিকি তোমার পরিচয়।
18.05.19