ওখানে যেওনা বাবু, ওখানে জুজু আছে। বাবু ততদিনই ভয় পাই যতদিন সে আপনাকে বিশ্বাস করে তার জ্ঞান দ্বারা বিচার করতে পারে না। কিন্তু যেদিন সে সত্যটা জানতে পারে তার শুধু ভয়ই কাটে না বরং তার সামনে আপনি মিথ্যুক হিসেবে প্রমাণীত হন। সুতরাং আমাদের সমাজের সকল পর্যায়ের অবিভাবকদের মনে রাখা উচিত, মিথ্যা কোনো সমাধান নয় । সাময়িক সমাধান পাওয়ার জন্য যেনো আমরা দীর্ঘমেয়াদি ক্ষতির সম্মুখিন না হয়।
মনের মধ্যে আল্লার প্রেম জাগাতে যারা আজগুবি গল্প ফেদেছেন, রাসূলের ভালবাসা জাগাতে যারা কাল্পনিক গল্প বানিয়েছেন আজ তাদের কারনেই শিক্ষিত যুব সমাজ সর্বশ্রেষ্ঠ কিতাব সম্পর্কে ভুল ধারণা পোষণ করছে। তারা আজ বিভিন্ন মনীষীর জীবনী ঘেঁটে মানবতার সমাধান খোঁজে কিন্তু সব মনীষীর সেরা যিনি সেই মনীষী হয়রত মুহাম্মদ সা. এর জীবনী ঘাটতে যায় না। এর কারণ আপনারাই যারা মিথ্যা গল্পের মধ্যে রাসূলের ভালোবাসা খুুঁজতে গিয়েছেন।
তবে যাই হোক, যার হাতে কোরআন আছে আর রাসূলের সুন্নাত আছে সে কখনোই পথভোলা হতে পারে না। রাসূলকে ভালোবেসে নয়, তাকে অনুসরণ করে মুক্তির পখ খুঁজতে হবে। যারা শিক্ষিত সমাজ তাদের বলি, সেই লেখােপড়ার বিন্দু মাত্র মূল্য নেই যেই লেখাপড়া আপনাকে কোনোকিছু শুনেই বিচার না করে সিদ্ধান্ত নিতে শিক্ষা দেয়।
ইদানিং দেখছি বিভিন্ন টকশতে মুরুব্বিরা ইসলাম সম্পর্কে বিভিন্ন কথা বলছেন। তাদের যদি বলা হয় সূরা ফাতিহা টা একটু বলবেন প্লিজ, তাদের মধ্যে ৯০% শুদ্ধ উচ্চারণে ওসটা পড়তেই জানে না। তারা সালমান রুশদি, তসলিমা বা হুমায়ুন আজাদের কাছে ইসলাম শিখতে যায়। দুঃখ ঐসকল মূর্খদের জন্য যারা
যে বিষয়টা কোনোদিন স্টাডি করেনি সে বিষয়ে কথা বলতে যায়। মজার বিষয় হচ্ছে, তারা আজ কোরআন থেকে রেফারেন্স টানে যেই কোরআনকে তারা এ যুগের জন্য অচল মনে করে।