দরশ পরশ লাগি আউলাইছে গা॥ জ্ঞানদাস
পেঁয়াজ আমার ননদী পেঁয়াজ বাটি যদি,
নয়ন জলে আ-লো বুইন উথালপাথাল নদী।
মরিচ আমার শাউড়ি মরিচ বাটতাম না।
( আ-গো) বাতাস বইলে বাউরী কানতে পারতাম না।
নকশী করা কেঁথা বানাই রঙ্গীল সুতা দিয়া
ঘরের মানুষ বাহির হৈল রুমাল উড়াল দিয়া।
বৈদেশে যার নাগর গেল চৈত বৈশাখে আইছে।
শীতল বলো ঠান্ডা বলো স্বামীর মতোন নয়।
বাপ বলো পুত বলো হলদীর মতোন নয়।
হলুদ আমার সোয়ামী যতনে বাটিব
বাটিয়া ঘসিয়া হলুদ অঙ্গেতে মাখিব।
ধুইয়া পুছিয়া মুখে শ্বেত চন্দন লেপিব।
যতন করিয়া চোখে কাজল মাখিব।
তাম্বুল গুয়াতে ওষ্ঠ রাঙা যে করিব
পড়শি আইলে রাঙা ঠোঁডে মিষ্টি হাসি দিব।
হাসিয়া ভাসিয়া তবে নিরলে বসিব
নিরলে বসিয়া মুখ আয়নাতে হেরিব।
আয়না না দেখিতে গিয়া কান্দন আসে ক্যানে
মরার আয়নার গুষ্টি আছড়াইয়া ভাঙিব।