: চাচা,
পরিস্থিতি নাজুক বড়; শান্তিতে যায় বাঁচা?
: শোনেক তালি ভাস্তে,
ত্যালের মতো বিপদ বুঝে পিছলে যাবি আস্তে।
: মন্দ যে কয় লোকে?
: মরবি কি সেই শোকে?
: না, আসলে তুমার কথাই ঠিক।
: এই নীতিতেই চলছে সবাই, দেখনা চতুর্দিক।
তয়,
একখান আছে ভয়;
শেষ বিচারে খাইলে ধরা দিসনে পরিচয়!
২৮.১১.২০
বসন্ত সব পয়সা মাগে / সাইফ আলি
দিনমজুরের জোয়ান ছেলে হঠাৎ করে হারায় যায়,
আমরা তাতে রা করি না, ভয়ের চোটে মারাই যাই!
কিন্তু যদি কর্তাবাবুর অসময়ে বীর্যপাতের
খবর শুনি, আওয়াজ দিয়ে তিড়িং করে খাড়ায় যাই।
হাজার মারের দাগ নিয়ে যে অন্ধকারে মলম লাগায়
তার শরীরে হাত দিলে সেই ক্ষতই কি আর বিবেক জাগায়!
তুলতুলে গাল, পাঁচ আঙ্গুলের ছোঁয়া পেয়েই লাল হয়ে যায়
ঠিক তখনই বিবেক জাগে, সকল সোনার আগায় আগায়।
মানবতার গান গেয়ে আর ভুলাসনে মন দোহাই লাগে,
বসন্ত সব ধনী লোকের ব্যালকনিতে পয়সা মাগে।
২৭.১০.২০
কোন কাফেলার যাত্রী তুমি / সাইফ আলি
তোমার চোখের তারায় বলো
কোন সে আলোর ঝলকানি
রক্তে তোমার কিসের ঢেউ,
পুষলে বুকে কার বাণী?
কোন কাফেলার যাত্রী তুমি
মুচকি হেসে কাড়লে ঘুম,
বারুদ হয়ে জ্বলতে জানো
প্রেম শেখাতে হও কুশুম!
২৮.০৫.২০
তাঁর ইশারায় চলি / সাইফ আলি
একটা তারা ঘুমায়-জাগে
একটা তারা লাফায়
একটা তারা আপন মনে
গিলতে থাকে যা পায়।
এমন কোটি তারার মাঝে
কোন তারাটা ভালো,
কোন তারাটা সবচে বেশি
জ্বালতে পারে আলো?
কোন তারাটা মিটমিটিয়ে
কোন তারাটা টানা
জ্বলতে পারে বলছি না ভাই
সবটা আমার জানা।
সব জানে যে সে হয় মালিক
তাঁর ইশারায় চলি,
তাঁর সেরা দান মাতৃভাষায়
মনের কথা বলি।
০১.০৩.২০
খোকা খুকি এবং দাদুর ছড়া / সাইফ আলি
১.
নীলের বুকে আরেকটু নীল
মেললো ডানা দুরন্ত চিল
চিলের ঠোঁটে মেঘের কুঁচি
দুধ-পায়েশে খোকার রুচি।
২
আকাশটা কি? মস্ত ফাঁকা!
বুক পকেটে দশটা টাকা,
দশ টাকাতে কিনলো ফুল
ফুল খুকিটার লম্বা চুল।
৩
মগডালে কি? মেঘের চুঁড়ো
দাদুর হাতে মাছের মুড়ো
চুষলো দাদু সড়াৎ স
পড়লো ঝরে বকের ব।
২৫.০১.২০
কিশোর পাতা জুন ২০২০ এ প্রকাশিত
এইখানে ফের / সাইফ আলি
মেঘমালি ভেসে ভেসে
যাবে কতদূর
লখনৌ, দিল্লি নাকি মহীশূর?
পাঞ্জাব ঘুরে এসো এইখানে ফের
ঘুরে যেও ছোট্ট এ গ্রাম আমাদের।
01.07.19