নাটক / মুসা আল হাফিজ

বাতাসের যে জগতে মৌনতার বাস
সে অতলে শব্দহীন এ কোন কোরাস?

আমাতে মুখর হয়ে আমাকে জাগায়
সকল প্রদীপে জ্বলে, নিজেকে জ্বালায়

গানের গহীনে বসে হেসেছে যে সুখ
কে দেখেছো কে দেখেছো সে প্রেমের মুখ

যত ধ্যান নিগূঢ় এই রাত্রির মনে
তার ভার ছড়ালাম বনে – উপবনে

বন হলো নিখিলের সবুজ সাধক
এভাবেই জমে গেলো দারুণ নাটক

ধরার নাটকগুলো জমবে বলে
আমার দিবস-রাত কেন যাবে গলে?

এখন আমায় দাও লিখতে নাটক
আমাতে প্রদীপ বন পাহাড় পাবক

নাটক / সাইফ আলি

বিচারকের জলসা ঘরে
নাটক চলে নাটক,
সাবধানে খুব বিবেকটাকে
রাখতে হবে আটক।

সাবধানে পা ফেলে
একটু আওয়াজ তুলতে হবে
সময় সুযোগ পেলে,
তা না হলে মানবতার
দূত হওয়া কি সাজে!
কথাই আছে খালি কলস
ঠনঠনিয়ে বাজে।

29.06.19

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: