স্বাধীনতা / সাইফ আলি

তুমি ফুলে ফুলে ওঠা বুকের জমিনে বাতাসের বিপ্লব
তুমি কবিতায় রাঙা রাজপথ
ভেঙে পাখিদের উৎসব!

তুমি একা বেড়ে ওঠা শিশুটির চোখ
নীল নীল নীলাকাশ
তুমি যুবকের বুক যুবতীর ঠোঁট, ভালোবাসা একরাশ।

তুমি স্বাধীনতা, তুমি ভাঙা গড়া, তুমি দুকূল ভাসানো নদী
আমি ঘুমাতাম খুব ঘুমাতাম আজ তুমি না হতাম যদি।

২৮/০৩/২৩

আমি রাখবো না ধরে আমার শহরে / সাইফ আলি

আমি রাখবো না ধরে আমার শহরে
উড়ে যাও পাখি উড়ে যাও,
তুমি ভীরু পায়ে কেনো জানালায় এসে
প্রেমিকের মতো পুড়ে যাও!?
বিশ্ববাজারে মন্দা ভীষণ সস্তায় প্রেম বিকোনা
মার্কেট ভ্যালু আমলে না নিয়ে গান টান জেনো শিখোনা
শিখলে সে গান সেধো না এখানে, দূরে যাও পাখি দূরে যাও-
ভীরু পায়ে কেনো জানালায় এসে
প্রেমিকের মতো পুড়ে যাও!

বাতাসে এখন বারুদ ভীষণ
যেদিকে তাকাও পুড়ে যাওয়া বন
তবু অকারণ কেনো পাখি তুমি আসলে?
তুমি হারাবে তোমার পালকের রঙ এ শহর ভালোবাসলে;
পাখি, বুক পেতে আছি, নখরে তোমার পারলে পাথর খুঁড়ে নাও।

৩০/১১/২২

উড়ুন জনাব উড়ুন / সাইফ আলি

উড়ুন জনাব উড়ুন
ফুলিয়ে ছাতি
হচ্ছেন যে আত্মঘাতী
বুঝছেন তো? তা বেশ ভালো,
নিজের হাতেই নিজের কবর খুঁড়ুন।
উড়ুন জনাব উড়ুন…

বয়ান দেওয়া একটুখানি কমান
আয়নাতে মুখ দেখুন,
কি মনে হয়? ঠিক আছে সব?
বলছেন যা খোদার নামে
করছেন না ডাইনে বামে?
এক্কেবারে সোজা?
খুব সাবধান, ভীষণ ভারি বোঝা!

যুগ জামানা পাল্টে গেছে
জবানটাকে লাগাম দেওয়া খুব প্রয়োজন
তোষামোদের পিচ্ছিলতায় হোঁচট খাবেন যখন তখন,
ফেরার সময় পাবেন না;
অহংকারে অন্ধ হয়ে যাবেন না।

১৭/১১/২২

আমাদের উত্থান হবে / সাইফ আলি

আমাদের উত্থান হবে সবুজ তরুণ চারার মতো
মাটি ফুঁড়ে অথচ মাথায় কোনো ধুলো থাকবে না;
আমরা আকাশের সাথে কথা বলবো
তবে শিকড় গেড়ে দেবো মাটির গভীরে।

আমাদের শাখায় পাখিরা বাসা বাঁধবে
সুমিষ্ট ফল থেকে ঠোঁট ডুবিয়ে পান করবে
আর বীজগুলো ছড়িয়ে দেবে
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে।

আমাদের ছায়ায় বিশ্রাম নিয়ে নতুন উদ্যমে
মঞ্জিলে মাকসুদের পথে যাত্রা শুরু করবে
অসংখ্য মুসাফির।

আমাদের উত্থান হবে সবুজ তরুণ চারার মতো
মাটি ফুঁড়ে অথচ মাথায় কোনো ধুলো থাকবে না।

২৩/০৯/২২

পাখির প্রেমে পড়িসনে / সাইফ আলি

পাখির প্রেমে পড়িসনে ফুল
তোর তো দুটো ডানা নেই,
গহীন বনে তার বিচরণ
সে খবর কি জানা নেই?

রূপের জালে আটকে যাওয়ার
গল্পটা ঠিক পাখির না,
গল্প পাখির প্রেম বিষয়ক
কিংবা মাখামাখির না।

এক ডালে তার মন বসে না
শুনছি নদীর কূলেও যায়,
অনেক সময় উড়াল দিয়ে
ঘরের কথা ভুলেও যায়।

সাবধান তাই পাখির প্রেমে
মোটেও যেনো পড়িসনে,
ফুটেই মহা ভুল করেছিস
আরেকটা ভুল করিসনে।

২৮/০৮/২২

ঘুমাতে যাওয়ার আগেই / সাইফ আলি

ঘুমাতে যাওয়ার আগেই আমরা স্বপ্ন দেখা শেষ করি,
দীর্ঘদিন ঘুমিয়ে থাকার মধ্যে কোনো প্রশান্তি নেই;
আমাদের যখন ঘুম ভাঙে তখন মধ্যরাত
জানালা দিয়ে দেখলে সমস্ত শহর অন্ধকার
পাশেই ঘুমিয়ে থাকা স্বপ্নগুলোকে জাগিয়ে তুলি;
আমরা জেগে থাকা অবস্থায় তারা ঘুমাতে পারে না।

১৫.০৪.২২

আমরা এবং তোমরা / সাইফ আলি

আমরা যারা জন্মছিলাম ঘাসের উপর
তাদের দেখে বলতো হীরা লোকে
তোমরা যারা জন্ম নিলে তাশের উপর
তাদের দিকে সব জুয়াড়ি ঝোকে।

আমরা ছিলাম অল্প সময়, একটু পরেই হাওয়া;
‘এই পৃথিবী হাতের মুঠোয় থাক’ তোমাদের চাওয়া।

০৪.০৪.২২

বনের পাখি / সাইফ আলি

বনের পাখি বনেই থাকি
চাইনে মনে ঠাঁই,
শিকল দিয়ে রাখো তোমার
মনের দরজায়।

ঝড়-বাদলে ভিজি পুড়ি
ভাঙে সাধের ঘর,
তবু আমার আকাশ দুধে
চাঁদ তারাদের সর।

পরিপাটি দালান-বাটি
নাই বা হোলো কিছু,
মনের সুখে চলছি ছুটে
মেঘের পিছু পিছু।

০১.০৩.২২

আমরা আগুন হাতে এখানেই আছি / সাইফ আলি

সুতোহীন মাকড়ের পেটে
মধু খোঁজো আহা প্রিয়তম;
মৌচাকে ঢিল ছুড়ে একবার মরেছিলে তাই!
আমরা আগুন হাতে এখানেই আছি,
যদি চাও বান্ধব হবো।

আমাদের সোজা পথ, সরল জীবন
স্বার্থের বাড়াবাড়ি নেই;
একটাই আকাশের নিচে
সাদামাটা ঘর, বৃষ্টিতে ভিজি,
জোছনায় পিপাসা মিটাই।

হাতের মশাল আর মিছিলের ভয়ে
তুমি যদি আঁধারেই থাকো,
জেনে রাখো মধু নয়, সুতোহীন মাকড়ের পেটে
বিষ থাকে বিষ।

২৮.০২.২২

ঘুম / সাইফ আলি

১.
ভোর হলো তবু ক্যানো ফুটলে না ফুল
বলো বলো তুমি কার প্রেমে মশগুল?
তুমি কি অন্ধকারে মেলবে দু’চোখ
রাত জাগা পাখিরা কি তোমাতে ব্যকুল?

২.
কংক্রিটে গড়া এই শহরে আমার
দারুণ অস্বস্তিতে ভেঙে যায় ঘুম,
চাঁদের পিরিচে নামে তরল আঁধার
সে আঁধার পান করে রাতের কুশুম।

২৪.০২.২২

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: