তুমি ফুলে ফুলে ওঠা বুকের জমিনে বাতাসের বিপ্লব
তুমি কবিতায় রাঙা রাজপথ
ভেঙে পাখিদের উৎসব!
তুমি একা বেড়ে ওঠা শিশুটির চোখ
নীল নীল নীলাকাশ
তুমি যুবকের বুক যুবতীর ঠোঁট, ভালোবাসা একরাশ।
তুমি স্বাধীনতা, তুমি ভাঙা গড়া, তুমি দুকূল ভাসানো নদী
আমি ঘুমাতাম খুব ঘুমাতাম আজ তুমি না হতাম যদি।
২৮/০৩/২৩