সভ্য ডাঙার অসভ্যতায় শরীর দোলাই
মিষ্টি কথার খলখলানি দারুণ লাগে
সবাই সবার আকাশ মাপে নিজের মতো
তবুও ঠিকই তারার মতো কষ্ট জাগে?
কোথায় গেলে কোন সাগরে কাটলে সাতার
লবনজলে কষ্টগুলো ধুয়ে ফেলা যায়;
নিজকে আবার শিশুর মতো অপরাধহীন
ডান-বামহীন সরল পথের অগ্রভাগে
খুঁজে পাওয়া যায়?
অসভ্য এই সভ্য আমার বুকের খবর
কেউ কি জানে তুমি ছাড়া?
পোড়াও প্রভূ আঘাত করো এক জীবনে
তবুও তোমার দিদার লাভের তৌফিক দাও,
মুমিন বানাও।