কতোদূরে চোখ গেলে আগেভাগে দেখা যায় সব
বুঝে নেয়া যায় কথা মুখ থেকে বেরোনোর আগে
কতোকাছে গেলে তার করা যায় সত্য অনুভব
কতো ভালোবাসলে মন রাঙা হয় তার অনুরাগে?
ততোদূরে চোখ দিতে ভয় হয়, হারানোর ভয়
না বোঝার ভান করে বার বার শুনি তার কথা;
দূরত্ব রেখে রেখে কাছে যায়, তার পরিচয়
হয়ে গেলে পুরোপুরি জানা
যদি আর ভালো নাই লাগে?
২৭/০৯/২২