তুমি ফিরে যাও শোনো হাওয়া
আমার সরল অংকে পাওয়া
এই পাতাদের সংসারে
আর করোনাকো গরমিল।
তুমি ফিরে যাও খুব ধীরে
আমার জমে ওঠা স্মৃতিধুলো
আর উড়ায়োনা তুমি শোনো
যাও, এসোনা এখানে ফিরে।
আর যদি উড়াতেই চাও
আমার ধুলোবালি পাতা সব
আমি কান পেতে যেনো শুনি
ফের নতুনের কলরব
আমি শুন্যতা মানবো না
কোনো মৌনতা মানবো না।