সংলাপ / সাইফ আলি

: কপালডা বড়ো হলি থাল ভরা ইলিশের পেটি নিয়ে বমু
তুই আর আমি পদ্মার চরে বসে পিরিতির মেলা কতা কমু;
পরি, তোরে আমি মিছে আশা দিয়ে
ভুলায়া ভালায়া রাখি
তুই ক্যান অবুঝের মতো সব কিছু বুঝে
চুপ করে থাকিসরে বল-

: অতো কথা জেনে তোর কাম কি?
আর কিছু দিমু? না লাগলি রাখা আছে জল,
হাত ধুয়ে ওঠ, তাড়াতাড়ি বিছানায় চল।

: আমারু শরীর আজ ম্যাজম্যাজে কিরকম জানি,
সারাদিন খুব হয়রানি গিয়েছে উপর দিয়ে;
মাজেমদ্যি ভাবি
তোর যতো ছোটো মোটো দাবি
কোনোদিন বড় হয়ে গেলি?

: আনে দিয়ে একথাল শিউলি আর বেলি
কবি যে আমার কিছু নেই, আমি কিছু পারবোনা দিতি।
আমি পরি কোনোদিন তোর কাছে বল
পয়সায় বেচিছি পিরিতি?

১৩/১১/২২

সংলাপ / সাইফ আলি

:তুমি কি শুনেছো মেঘ যন্ত্রটা বিকল হয়েছে রাতে
বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা অসম্ভবের খাতে
ঘুরে গেছে, তবে বৃষ্টি আনার ব্যর্থ চেষ্টা ছাড়ো
চারিদিকে এই খরার রাজ্য বেড়েই চলেছে আরো।

তুমি বলেছিলে সম্ভাবনায় ভাসছে বর্তমান
আগামীর দিকে তাকিয়ে ভীষণ হাসছে বর্তমান
তুমি কি তাহলে সত্যের থেকে বহু দূরে আছো পড়ে
তোমার সকল আশার পিলার কোন ঝড়ে গেলো নড়ে?

:চেয়ে দেখো যেনো মেঘ-বিদ্যুতে আবার জমেছে রাত
সম্ভাবনার মেঘে করো ফের তোমার দৃষ্টিপাত
অসম্ভবের খরায় আশার এভাবে মৃত্যু হলে
ব্যর্থ জীবন কাটাতেই হবে হতাশার জঙ্গলে।

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: