যেভাবেই তুমি চাওনা মাধবী
যতটাই তুমি চাও
আমার আছে যা তার থেকে বেশি
পারবোনা দিতে সত্যি।
কথা দিতে আমি পারবোনা কাল
এ পথেই ফিরে আসবো,
পার্কের এই বেঞ্চিতে বসে বাদাম চিবাবো দুইজন,
কথা দিতে আমি পারবোনা কাল সত্যিই ভালোবাসবো।
যেভাবেই তুমি চাওনা মাধবী, যতটাই তুমি চাও
আমার আছে যা তার থেকে বেশি বাতুলতা ছাড়া আর কি-
পারবোনা আমি আগামীকালের সূর্যকে আজ পোঁড়াতে,
পারবোনা এই দু’হাত ঝাপটে শূন্যে নিজেকে ওড়াতে।
অতি সাধারণ ছেলে আমি এক
ব্যংকে অঢেল টাকা নেই,
জীবন গাড়িটা আপোষে চলবে
এমন জাদুর চাকা নেই
তাই, সকাল সন্ধ্যা জীবন যুদ্ধে হতে চাও যদি অংশী
বাজাতেই পারি হাত হাত রেখে দুজনে প্রেমের বংশী।