কমিকস্: সহজ কথা / সাইফ আলি

: জানিস পটু-
সাত সকালে যেই পাখিটা মেললো ডানা
তার আছে দুই ছোট্ট ছানা।
: কোথায় থাকে?
: ব্যালকোনিতে;
রোজ সকালে তাদের ডাকে ঘুম ভেঙে যায়
তখন আমি সকাল বেলার নাস্তা খাওয়াই।
: কি খায় ওরা? দুধ নাকি ভাত?
: ধুর, কি বলিস; চালের কুড়ো-
: কি বললি ঠিক… ডালের গুড়ো?
: তুই না পটু বদ্ধ কালা
বললে ধলা শুনিস কলা!
: কলাও কি খায়!
: খাবে না ছাই, সবকিছু খায়।
: বলিস কি ভাই! লোহাড় কড়াই?
: শুধু কি তাই? আমার মাথা…
: তাই বুঝি তুই রাখিস ছাতা?
: ঠিক বুঝেছিস, বুদ্ধি না তোর; ঘাস লতা খাস?
: তা একটু পাই, তুই মজা পাস?

বোধোদয় / সাইফ আলি

:আজকাল সুদ ঘুষ কোনো অপরাধ না
মাত্রাটা ঠিক রেখে খেলে মামা ক্ষতি কি
তাছাড়া এ বাজারে সৎভাবে গতি কি?

ভাগ্নের কথা শুনে বলে মামা- তা বটে,
তাহলে তো সবই ঠিক আশেপাশে যা ঘটে।
:যেমন?
:এই ধর, ছোটোখাটো চুরি আর ডাকাতি
দু’একটা খুন-টুন, ধর্ষণ, ছিনতাই…
:ধুর ছাই কিসে কি??
:তেলে আর জলে কভু একসাথে মিশে কি?
সুদ ঘুষ ক্যান্সারে দিনে দিনে চুষে খায়
গরিবের অধিকার ক্রমাগত শুষে খায়;
মাত্রাটা যাই হোক বিষ সেটা বিষই হয়।

অবশেষে ভাগ্নের বোধোদয় ঘটেছে
আজকাল সুদ ঘুষ ছোঁয় না তা মোটে সে।

ঈদের শিক্ষা / সাইফ আলি

:এবারের ঈদে মামা ভাগ্নেকে দিবা কি?
:সবই তো হয়েছে কেনা, আছে আর কি বাকি?
ঐ দেখ খালি গায়ে, খালি পায়ে কত জন
ঈদ কি তা ভুলে গেছে ক্ষুধা আর ব্যথাতে…
:আমাদের কি তাতে?
:ঈদ মানে ব্যবধান ভুলে এক সারিতে
দাঁড়িয়ে কেবল শুধু নামাজটা পড়া নয়;
ঈদ মানে ভাই-ভাই বুকে বুক মিলানো
হৃদয়ের সুখটুকু চারিদিকে বিলানো।
:তাহলে চলোনা মামা পড়ি আজ বেরিয়ে
দুঃখীদের ঘরে ঘরে, স্বার্থকে পেরিয়ে…

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: