ঠান্ডায় বসে তবু কপালটা ঘামছে
মুদ্রার মান নাকি ক্রমাগত নামছে।
নামছে মানুষের নীতির পারদটা
ভালো কি মন্দ বিচারের বোধটা!
উঠছে দ্রব্যের মূল্য দেদারসে
মানিয়ে নিতে তাতে সবাই কি পারছে?
ভয়ে ভয়ে ধরে আছি মানিব্যাগ খামছে!
ঠান্ডায় বসে তবু কপালটা ঘামছে
মুদ্রার মান নাকি ক্রমাগত নামছে।
শান্ত চারপাশ কারো কোনো কথা নেই
তবু অস্বস্তি! না না নিরবতা নেই।
এ বুকে পাতো কান, কিছু কি পুড়ছে?
লাশেরা জীবিতের কবর খুঁড়ছে!
পূর্ণ থিয়েটার, শান্ত দর্শক
আটারো ডিগ্রিতে তুমুল ঘামছে!
ঠান্ডায় বসে তবু কপালটা ঘামছে
মুদ্রার মান নাকি ক্রমাগত নামছে।
যে লাশ ঝুলছিলো বয়স কতো তার?
পকেটে ফুল ছিলো সদ্য বেদনার-
টেবিলে বই ছিলো ‘তুমিও জিতবে’!
কেনো সে হেরে গেলো, কোথায় ক্ষত তার?
সমাজ পাল্টানো ছিলো যার লক্ষ্য
কেনো সে পাল্টালো প্রতিদিন নিজেকেই,
কোন সে আলেয়ার পিছে পিছে ছুটে সে
নিজেকে ক্ষয় করে অবশেষে থামছে?
ঠান্ডায় বসে তবু কপালটা ঘামছে
মুদ্রার মান নাকি ক্রমাগত নামছে।
যে প্রেম সাময়িক ভোগের সুখ দেয়
কেনো সে নীল বিষে পাখিরা মুখ দেয়
কেনো মাদক ছেয়ে ফেলছে গোটা দেশ
আলোর রূপ ধরে আঁধার নামছে!
ঠান্ডায় বসে তবু কপালটা ঘামছে
মুদ্রার মান নাকি ক্রমাগত নামছে।
প্রতিদিনই সংলাপ বাড়াচ্ছে উত্তাপ
ডানে বায়ে চারিদিকে বুদ্ধিজীবির চাপ
এতো চাপ পার করে
চলছি ধার করে
বলছি তবু দিন যাচ্ছে আরামছে…
ভাঁজ খোলো রুমালের, দেখাও জাদুকর
ধোঁয়ার কুণ্ডলী সফেদ কবুতর
দেখাও দুচোখের সীমিত পরিসর
কিভাবে নদী হয়, কিভাবে বালুচর!
তপ্ত রাজপথ আকাশেও মেঘ নেই
যন্ত্র মানবেরা ছুটছে, আবেগ নেই
জীবন যুদ্ধের ময়দানে ছুটে শেষে
কোথায় মঞ্জিল কোথা গিয়ে থামছে!?
১৬/০৫/২৩
Like this:
Like লোড হচ্ছে...