কুল আলমের স্রষ্টা যিনি / ফররুখ আহমদ

কুল আলমের স্রষ্টা যিনি
সকল কিছুর দ্রষ্টা যিনি
যিনি সকল বিপদ ত্রাতা
সবার যিনি রিজিক দাতা,
যাঁর- ‘রহমান’ নাম জানে সবাই;
সেই আল্লাহ ছাড়া উপাস্য নাই-
লা ইলাহা ইল্লাল্লা…

সর্বজ্ঞানী, করুণাময়
দেন যে মদদ, দেন যে অভয়
তিনি ছাড়া বিশ্বময়
কেউ-ই ইবাদতের যোগ্য নয়,
যাঁর- অংশী, শরীক নাই রে ভাই;
সেই আল্লাহ ছাড়া উপাস্য নাই-
লা ইলাহা ইল্লাল্লা…

যিনি সর্বশক্তিমান
মানুষকে দেন শ্রেষ্ঠ দান,
খিলাফতের কাজ মহান
ঊর্ধ্বে সবার দেন যে স্থান
দেন যে কালাম রাসূলকে তাই;
সেই আল্লাহ ছাড়া উপাস্য নাই-
লা ইলাহা ইল্লাল্লা…

আল্লাহ  তুমি রিজিক দাতা / ফররুখ আহমদ

আল্লাহ  তুমি রিজিক দাতা
নাম তাই রাজ্জাক
সব প্রাণীকে দাও যে রুজী
দাও তুমি খোরাক।।

তোমার তারিফ তোমার গানে
জেগে ওঠে ভোর বিহানে
বিলে ঝিলে মাঠে রুজী
পায় যে পাখির ঝাঁক।।

মৌমাছিরা গুনগুনিয়ে
যায় যে কাজে গান শুনিয়ে
মধু খেয়ে সারাটা দিন
বাঁধে যে মৌচাক।।

পিঁপড়ারা পায় খুঁজে আহার
কঠিন শ্রমের ময়দানে, আর
কাজ ক’রে যায়; সারাটা ক্ষণ
শোনে কাজের ডাক।।

দয়া কর / ফররুখ আহমদ

দয়া কর খোদা, হে রহীম! রহমান!
বিলাও তোমার শান্তি, করুণা
শত ধারে অফুরান
দয়া কর।।

যারা আছে দূরে পথে প্রান্তরে
মরু ও পাহাড়ে, সুদূর সাগরে,
তাদের উপর ঝরুক তোমার
প্রশান্তি অম্লান।।

যারা গৃহবাসী, পথচারী যারা
তোমার করুণা পায় যেন তারা
পথ হারা কত পায় যেন খুঁজে
মঞ্জিল সন্ধান।।

পীড়িত, রুগ্ন, পঙ্গু, আতুর
যারা বঞ্চিত, যারা ব্যথাতুর,
তারা যেন পায় স্বাস্থ্য, সুষমা
করুণা হে মহিয়ান।।

এ ধরণী থেকে যারা গেছে চলে
মিশে গেছে যারা আঁধারের কোলে
পায় যেন তারা অশেষ জীবনে
শুভাশীষ; কল্যাণ।।

সকল কিছুর দাতা / ফররুখ আহমদ

সকল কিছু দেন যিনি আর
সকল কিছুর দাতা যিনি,
“রহমান” নাম আল্লাহ পাকের
জানি “সর্বদাতা” তিনি।।

ঈমান আলো-নূর তিনি দেন,
পাখির গলায় সুর তিনি দেন,
ফুলের বুকে রঙের লহর
ফলে যোগান মিষ্টি চিনি।।

সংখ্যাবিহীন সৃষ্টি যে দেন,
আলো, বাতাস, বৃষ্টি যে দেন,
চাওয়ার আগে সবকিছু পাই,
নাই কাছে তাঁর বিকি কিনি।।

বুদ্ধি বিচার-শক্তিও দেন,
ভালবাসা, ভক্তিও দেন
ইজ্জত আর দেন দৌলত-
মুক্তা মাণিক, সোনা গিনি।।

তোমার দয়া আছে খোদা / ফররুখ আহমদ

তোমার দয়া আছে খোদা জানি সকল দিকে
তোমার দয়া দাও ছড়িয়ে মাগরিবে মাশরিকে।।

স্রষ্টা তুমি সৃষ্টি করো
মহান- কৃপা দৃষ্টি করো
দাও সাজিয়ে আলোর ফুলে
আকাশ পৃথিবীকে।।

মহিমা আর শক্তি তোমার কেউ জানে না কত
তোমার দয়ার প্রকাশ দেখি আমরা অবিরত।

প্রভু তুমি লালন করো
স্নেহের নীড়ে পালন করো
ফুল, পাখি আর পতঙ্গ, কীট
সকল প্রাণীকে।।

সুর: আবদুল লতিফ

তোমার দয়ায় জাহান সারা / ফররুখ আহমদ

তোমার দয়ায় জাহান সারা
আলোক পেল চাঁদ সিতারা
জাগলো নদী, ঝর্ণাধারা,
ইয়া রাহমানো, ইয়া রাহীমো।।

জীবন জাগে তোমার দয়ায়
জীবন বাঁচে তোমার মায়ায়
সবুজ ঘাসে, লতায় পাতায়
ফুল হেসে চায় পলকহারা
ইয়া রাহমানো, ইয়া রাহীমো।।

ফুলে মধু ভরাও তুমি
বিপদ থেকে তরাও তুমি
সকল বাধা সরাও তুমি,
মিটাও আঁধার পাষাণ কারা
ইয়া রাহমানো, ইয়া রাহীমো।।

তোমার দয়া আকাশ নীলে
তোমার দয়া এই নিখিলে
বুদ্ধি বিবেক তুমি দিলে
রাসূল দিলে প্রাণ পিয়ারা
ইয়া রাহমানো, ইয়া রাহীমো।।

সুর : আবদুল লতিফ

এই বৃষ্টি মুখর ভোর / সাইফ আলি

এই বৃষ্টি মুখর ভোর
পুলকিত অন্তর
নুয়ে পড়ে তোমারই জন্য
তোমার সৃষ্টি যতো দেখছি ততো
বুঝছি আমি কি নগন্য।।
১৫.০৮.১৯

পাখির ঠোটে জমা রুজির শুকরিয়া
আদায় করে পাখি মধুর গানে গানে
ফুলের বুকে বসে গায় যে মধুকর
তোমার নামে গান আমার এ বাগানে।।
বাগান হয় আমার ধন্য…

বাতাস এলোমেলো যে সুর নিয়ে এলো
সে সুর নিয়ে মাতে প্রিয় সুরকার
মনের কথাগুলো লেখি আমি বসে
গান সে হয়ে যায় রহমে তোমার।

জানি তারার মতো তোমার নেয়ামাত
বর্ণনা করে শেষ করা যাবে না,
তোমার প্রেমে ডুব দিলো যে জমজম
কখনো কেউ তার তল খুঁজে পাবে না।
সে শুধু তোমারই জন্য…

১৮.০৪.২০

নদীর তীরের খবর তুই রাখলি না মন / সাইফ আলি

নদীর তীরের খবর তুই রাখলি না মন
ঢেউয়ের সাথে বাঁধলি জীবন
এ কূল ও কূল ছুঁয়ে ছুটলি কেবল
করলি না খোঁজ তোর কে মহাজন।।

ফোটায় ফোটায় এলে বৃষ্টি নেমে
লুকিয়ে রাখবি নিজের হেরেমে
তার ছন্দে দুলে দুলে ভুলবি যখন
নিজেকে, মন তাঁরে করিস স্মরণ;
গহীনে গভীরে তাঁর বিচরণ।।

জলের শরীর জুড়ে নামলে আঁধার
শেষ হয়ে যায় কি রে করুণা তাঁর?
সে তো নূরের আধার, সে তো স্রষ্ট্রা সবার
সীমানা নেই কোনো তাঁর ক্ষমতার।
মানবি তাঁরে তুই সবচে আপন।।

15.07.19

গাছের পাতারা জপে তাসবি তোমার / সাইফ আলি

গাছের পাতারা জপে তাসবি তোমার
ঝর্ণা নদীরা বয় তোমারই নামে
বৃষ্টির ফোটাগুলো ছন্দ তোলে
তোমারই শানে প্রভু তোমারই নামে
তোমারই নামের শুধা পিয়ে পাখিরা
মধুর কণ্ঠে তোলে গান
তুমি রহমান তুমি রহমান।।

রাতের আঁধার নামে তোমারই শানে
তারার ফুলে থাকে আচল ভরা
স্নিগ্ধ চাঁদের সাথে জিকির তোলে
তোমারই নামে গোটা বসুন্ধরা।।
তুমি তো মহা মহিয়ান…

দিনের আলোয় খুঁজি তোমারই দয়া
যেভাবে পাখিরা যায় শূন্য ঠোঁটে
সন্ধ্যায় ফিরে আসে তৃপ্ত পাখি
তোমারই প্রেমে প্রভু জিকির ওঠে।
সবচে মধুর সেই গান…

১৬.০৫.১৯

শাহাবুদ্দিন শিহাব ভাই এটা নিয়ে কাজ করছেন…

একটা পাখি গান লেখে আর এক পাখি দেয় সুর / সাইফ আলি

একটা পাখি গান লেখে আর এক পাখি দেয় সুর
একটা পাতার বুক ছুঁয়ে দেয় ঝলমলে রোদ্দুর
আমি সেই পাখি সেই পাতার সঙ্গে এক সুরে গাই গান
আল্লাহ সুমহান আল্লাহ সুমহান আল্লাহ সুমহান

একটা আকাশ নীল সীমাহীন মেঘের বসত বাড়ি
এক ফালি চাঁদ সেই আকাশে নজর নিল কাড়ি
সেই আকাশ মেঘ আর চাঁদ-জোছনা গাইছে প্রভূর গান
আল্লাহ সুমহান আল্লাহ সুমহান আল্লাহ সুমহান

একটা সাগর উথাল পাথাল ঢেউ নিয়ে নীল বুকে
দিক ভোলা এক আজব জাহাজ দুলছে আপন সুখে
সেই সাগরঢেউ আর জাহাজ দুলে গাইছে মধুর গান
আল্লাহ সুমহান আল্লাহ সুমহান আল্লাহ সুমহান

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: