কবিতার পাখি তুমি কি আমার হৃদয়ের গতি বোঝো,
তুমি কি আমার চোখের চাহনি বোঝো,
কি বোঝাই আমি ইশারায় ইঙ্গিতে?
হয়তো বোঝো না, বুঝলে কি আর খাঁচা ভাবো? থাকো দূরে?
তুমি গান গাও, আমি হারাই তোমার সুরে।
কবিতার পাখি, আমি এক ছোটো কবি,
শব্দের সাথে বোঝাপড়া বেশ ভালো;
তুমি যদি চাও তোমার জন্য কবিতা গাঁথতে রাজি
তোমার জন্য সহস্রবার নিজেকে ভাঙতে রাজি।
১২/০১/২৩