কোন কারণে রাগ করো মন
কোন কারণে কষ্ট পাও
ইচ্ছে করেই ভাসাও যখন
উল্টোস্রোতে তোমার নাও।
০৪.০৬.২২
কোন কারণে রাগ করো মন
কোন কারণে কষ্ট পাও
ইচ্ছে করেই ভাসাও যখন
উল্টোস্রোতে তোমার নাও।
০৪.০৬.২২
প্রিয়তম ভুলে যাও কেউ এক পথ রচেছিলো
তুলতুলে ঘাস আর হৃদয়কে দুই ভাগ কোরে,
ভুলে যাও কেউ এসে কোকিলের মতো
গান ধরেছিলো খুব তোমাদের কাকের শহরে।
২৭.০৪.২২
যুতসই দাম পেলে
বেচে দেবো সব,
ঘটিবাটি, মেধা সত্ত্ব
এমনকি রব।
যুতসই দাম পেলে
তোমাকেও বেচে দেবো প্রিয়,
যদি পারো বেশি দামে
আমাকেই তুমি কিনে নিও।
২৬.০৪.২২
কোনোদিন আমি যদি চাই
তোমার চশমা হতে
তুমি কি মানবে?
তুমি কি তা মেনে নেবে
একজন এমন থাকুক
যে তোমার দৃষ্টি জানবে?
হয়তোবা আমি তাই চাই,
হয়তোবা চাইনে কখনো।
মানুষের কতো কিছু থাকে
হৃদয়ের গভীরে লুকোনো!
২৪.০৪.২২
সন্দেহ পুষে রেখে ক্যানো তুমি হাসো,
সত্যি বলোতো প্রিয়- বলো ভালোবাসো?
সন্দেহ বড়ো বাজে কাটা
খুব বেশি ভোগাবে তোমাকে;
অদৃশ্য আগুনের শিখা
দাউদাউ পোড়াতেই থাকে।
২৪.০৪.২২
যে কথা তোমার সাথে
মুখ ফুটে কিভাবে তা কই,
অবাধ্য গোলাম আমি
এর চেয়ে বেশি কিছু নই।
লুকোনোর যতো কিছু
তুমিই তা লুকিয়েছো তাই
পাপের পাহাড় কাঁধে
বেঁচে আছি। লোকলজ্জায়
এখনো মরিনি। প্রভূ,
তুমি যদি না শিখিয়ে দিতে
হয়তোবা পশুদের মতো
পৃথিবীর অলিতে গলিতে
নিজেকে জাহির করে
ভাবতাম এইতো জীবন,
অন্ধকার, বেওয়ারিশ
পচাগলা লাশের মতোন,
হঠাৎ ফুরিয়ে যাওয়া পথ;
অর্থহীন সময় ক্ষেপণ।
প্রভু, যে কথা তোমার সাথে
সে কথাটা থাকুক গোপন।
২৩.০৪.২২
আমি পাখিদের বস্তিতে
শুনি পরাধীনতার গান,
আর কারাগারে কারাগারে
করি স্বাধীনতা সন্ধান।
২৩.০৪.২২
ঘরে ফিরতেই ডাকে পথ
পথে নামতেই ডাকে ঘর
আমি ঘর সাথে নামি পথে
আর পথ নিয়ে ফিরি ঘরে।
২৩.০৪.২২
ঝরাপাতা ঝড়কে মানে বন্ধু তারও
ক্যানো মন বলতে পারো?
১৭.০৪.২২