খুটোয় আমার জোর ছিলো না
ভাটায় ছিলো নদী,
দেশটা কবেই পাল্টে যাতো
শাসক হতাম যদি।
দূর্ণীতিবাজ সব শালারা
লোটছে কোঁচড় ভরে,
ডাণ্ডা মারে পথ দেখাতাম
সব কটাকে ধরে।
দুখের কথা কি আর কবো
টিটকারি দেও ভারি,
না হয় দুডো চা খেয়েছি
ভোট করিছি তারই;
হোক না সে চোর, ওয়াদা কোরে
ভাঙতি আমি পারি?
০৯.০৪.২২