পাখির প্রেমে পড়িসনে ফুল / সাইফ আলি

পাখির প্রেমে পড়িসনে ফুল
তোর তো দুটো ডানা নেই,
গহীন বনে তার বিচরণ
সে খবর কি জানা নেই?

রূপের জালে আটকে যাওয়ার
গল্পটা ঠিক পাখির না,
গল্প পাখির প্রেম বিষয়ক
কিংবা মাখামাখির না।

এক ডালে তার মন বসে না
শুনছি নদীর কূলেও যায়,
অনেক সময় উড়াল দিয়ে
ঘরের কথা ভুলেও যায়।

সাবধান তাই পাখির প্রেমে
মোটেও যেনো পড়িসনে,
ফুটেই মহা ভুল করেছিস
আরেকটা ভুল করিসনে।

২৮/০৮/২২

তোমায় ভালোবাসি / সাইফ আলি

রাখতো এলোমেলো শব্দ পাশাপাশি
সহজে বলো, আমি তোমায় ভালোবাসি
না হয় ঘৃণা করি তবুও পায়ে ধরি
মাথাটা খেয়ো না তো করো না কাশাকাশি।

ওসব তোতলামি থাকে না বেশিদিন
বুকের বামপাশে হঠাৎ চিনচিন
ব্যথাটা বেশিদিন থাকে না চুপ করে
ক্রমেই যায় বেড়ে। তুখোড় প্রেমচাষী

হারায় আগ্রহ; হয়না বিশ্বাস?
মানিয়ে চলতেই ওঠে নাভিশ্বাস,
তায়চে ভালো হয় নীরবে কেটে পড়ো
খামাখা বাড়িও না লোকের হাসাহাসি।

তবুও দমবে না? এ প্রেম কমবে না?
তাহলে কাছে আসো, না হলে জমবে না;
তিন কবুল বলে জানাও স্বীকৃতি
বুক ফুলিয়ে বলো, তোমায় ভালোবাসি,

তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি;
খোদার রহমত ঝরুক রাশিরাশি।

ঘুম পাড়ানোর কবিতা / সাইফ আলি

লক্ষী সোনা ঘুমিয়ে পড়ো রাত হয়েছে বেশ
স্বপ্নে তবে দেখতে পাবে লাল পরীদের দেশ।

তোমার দু’চোখ বুজবে যখন
ঝিঝিরা সব ডাকবে তখন
চুপি চুপি চাঁদটা এসে লাগিয়ে দেবে চুম
ঘুম পাড়ানি মাসি-পিসি পাড়িয়ে দেবে ঘুম।

ঘুম এসে এই দু’চোখ পেতে
উঠবে যখন গল্পে মেতে
তুমিও তখন কল্পে যাবে নীল পরীদের বাগে
ভোমরা যেথায় গুন গুনিয়ে গান করে যায় ফাগে।

ফুল সেখানে পাপড়ি মেলে
প্রজাপতি বেড়ায় খেলে
মৌমাছিরা এ ফুল ও ফুল খুঁজতে থাকে মৌ
এখন তুমি চোখটি বুজে চুপটি করে শৌ।

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: