সঙ্কট / মুসা আল হাফিজ

অসুখের মতো কামড়ে ধরা এবং সুস্থতার মতো পলাতক
তোমাকে মস্তিস্কের মতো কার্যকর করতে চেয়েছিলাম
কিন্তু হুজুগের কার্য ছাড়া কিছুই তুমি নিতে রাজি নও!

তোমাকে বিচারশীলতার মতো প্রার্থিত করতে গিয়ে দেখলাম
কীভাবে তুমি সৌভাগ্যের মতো কামনা করছো স্থূলতা!

সৌভাগ্য তাই তোমাকে মৃত্যুসমান প্রতিপক্ষ ভেবে
যখন পালাচ্ছে, তুমি নিকটবর্তী দুর্ভোগকে ডাকছো প্রিয়তমা!

আমি তোমাকে একটুকরো গোপন কাগজে
দিলাম একগুচ্ছ পরিকল্পনা
তুমি কাগজের টুকরোকে কেজির দরে
বিক্রি করা যায় না বলে বিমর্ষ হয়েছো!

বলছো, কী দিলাম তোমাকে!
কিছুই না, এমনকি বিক্রয়যোগ্য কোনো কাগজও না!

তোমার অসন্তুষ আমার প্রতি।
আমি দৃশ্যমান ফেনার বদলে অদৃশ্য মুক্তো কুড়াতে বলেছিলাম!
বলেছিলাম ঘোড়ার শক্তি দোলানো কেশরে নয়, কলিজা ও খুরে!

কিন্তু তোমার দরকার ফেনা, যা ঢেকে ফেলে উপকূল
তোমার চাহিদা কেশর, যা দেখে বলা হবে, এই দেখো পৌরুষ!
এমনকি খুর না হলেও চলে, কলিজা পচে গেলেও চলে!

বলেছিলাম, সিংহের ছবির চেয়ে জীবিত বিড়ালছানা শক্তিশালী!
কল্পনার সাম্রাজ্যের চেয়ে বাস্তবতার একটু উঠান অধিক কার্যকর!

কিন্তু তুমি এতে নিজের ক্ষুদ্রতা কল্পনা করে শঙ্কিত!

তোমার সাথে আমার এতো দূরত্ব কেন বলো?

তোমাকে আমি যতোই ভালোবাসছি
তোমার কাছে হয়ে যাচ্ছি নিবিড় প্রতিপক্ষ!

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: