আক্রান্ত ফ্রান্স এবং কিছু কথা…

একটা বিষয় কিছুতেই এড়িয়ে যেতে পারলান না। প্যারিসের বোমা হামলা বিষয়টা বর্তমানে সবার মুখে মুখে। ঘটনাটা অবশ্যই কষ্টের এবং মানবতা বিরুদ্ধ। এ বিষয়ে যারা একমত না তাদের জন্য কিছু বলার নেই আমার। তবে একই সাথে আরো কিছু কথা স্মরণ করিয়ে দেয়াটা দরকার বলে মনে করছি। ফ্রান্স আক্রন্ত হয়েছে বলে আজ বিশ্ব মোড়লেরা খুবই বিচলিত বলে মনে হচ্ছে। কিন্তু এ সকল মোড়লদের সম্পর্কে আমার মনে ঘৃণা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। ফ্রান্সে এক থেকে দুশ মানুষ মারা গেলে তাদের মুখে মানবতার বাণী বেজে উঠলো অথচ তারা নিজের হাতে কত হাজার বা লক্ষ মানুষ মারার ফরমান জারি করেছে সেটা মনে পড়লো না! CNN News

-তালেবান দমনের নামে আফগানিস্থানের লাখ লাখ মানুষ মেরেছে কারা?
-পয়জন অস্ত্রের অজুহাতে ইরাকের হাজার হাজার মানুষের রক্তে গোসল করেছে কারা?
-আই এস দমনের নামে সিরিয়ার মানুষদের বাস্তুহারা করেছে কারা?

এছাড়াও আরো অনেক জায়গায় তাদের অমানবিক কার্যক্রম যখন চলমান তখন মানবিকতার গান তাদের কণ্ঠে মানায় না।
আর হ্যা ফ্রান্স সম্পর্কে একদম কিছু না বললে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকতে পারবো না। তাদের কুকর্মের ইতিহাস অত্যন্ত জঘন্য। তার মধ্যে কয়েকটা নিচে দিলাম যেগুলো নিয়ে তারা দুঃখিত বা লজ্জিত তো নয়ই বরং অহংকার করে এখনো…

১) ১৮৩০ -১৯৬২ সময়ের মধ্যে আলজেরিয়াতে মোট ৫০ লক্ষ মুসলমানকে হত্যা করেছিলো ফ্রান্স। ফ্রান্সের সেই নিকৃষ্ট হত্যাকাণ্ডের স্বাক্ষীস্বরূপ এখনও আলজেরিয়াতে মাঝে মধ্যে গণকবর আবিষ্কৃত হয়। তবে আশ্চর্যজনক হলেও সত্য এত নিকৃষ্ট গণহত্যার জন্য এখন পর্যন্ত ফ্রান্স দুঃখ প্রকাশ করেনি।

২) ১৯২২ সালে ফ্রান্সের একটি ডাকটিকিট বের হয় যেখানে আলজেরিয়ার মানুষের কাটামাথা সমৃদ্ধ ছবি ছিলো।

12239509_525036777662367_2935618415763530626_n

৩) কিছুদিন আগে প্যারিস মিউজিয়াম একটি এ্ক্সিবিশন করতে চায়, সেখানে তারা আফ্রিকায় কলোনিয়াল সময়ের ১৮ হাজার আফ্রিকান মানুষের কাটা মাথার প্রদর্শনী করবে বলে ঘোষণা দেয়।

12246688_525036767662368_2419746101662137311_n

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: