দেখলে শাদা বক দাঁড়িয়ে চুপচাপ
গভীর মনযোগে কি যেনো খুঁজছে
ভাবলে হয়তো বা ধ্যানি সে ধ্যানে-জ্ঞানে
পৃথিবী বুঝছে।
অথচ পুঁটিমাছ স্বার্থ সন্ধানে
ধ্যানি সে বকটা,
মাছেরা কোনোদিন বোঝেনা ধূর্ত সে
বকের ছকটা।
হয়তো ভাবো তুমি সুবাস বিলানোই
ফুলের লক্ষ্য,
অথচ বৃক্ষেরা বংশ বিস্তারে
সমান দক্ষ ।
জন্ম মৃত্যুতে সবটা শেষ হলে
তুমিও ফুল হবে,
বাহির দেখে শুধু সবটা খুঁজলেই
বোঝাটা ভুল হবে।