শোণিতের এই তো নিয়ম, এক ফোঁটা ঝরলেই কেঁপে ওঠে থরথর পাপপোড়া ভুঁই
মহাকাশ কেঁপে ওঠে, কেঁপে ওঠে জাহান্নাম, পাপ ও বাতিল
পৃথিবী হঠাৎ হয় বেহেস্তবাগান, বাগান মুখর করে ফুটে ওঠে থোকা থোকা ভালোবাসা জুঁই
জীবনের কবিতায় ফিরে আসে রূপকথা, ফিরে আসে প্রাণঘষা উপমা ও মিল
শোণিতের এই তো নিয়ম, এক ফোঁটা ঝরলেই মুহূর্তেই বহমান নদী হয়ে যায়
প্রেমান্ধ নারীর মতো সমুদ্রের সংগমে ছুটে পড়ে অতঃপর ছলাৎ ছলাৎ
বেপরোয়া সেই ¯্রােতে আলোর মাঝিরা সব দাঁড় মারে, বাদাম ওড়ায়
দাঁড়ের আঘাতে আর বাতাসের তোড়ে সময়ের বোঁটা ছিঁড়ে টুপ করে খসে পড়ে পাকাজাম রাত
শোণিতের এই তো নিয়ম, এক ফোঁটা ঝরলেই গজে ওঠে ঝড়তোলা বিশ্বাসের বট
গজে ওঠে মেঘরং সাহসের দেবদারু, উদ্যমের অন্ধকার আমলকী বন
অতঃপর ঝড় ওঠে, পাপধোয়া বৃষ্টি হয়, গড়গড় মেঘ ডাকে ভীষণ বিকট
পাপ ধুয়ে মৃত্যু ধুয়ে কলমিদামের মতো তরতাজা হয়ে ওঠে তাবৎ জীবন
শোণিতের এই তো নিয়ম, কেন তবে হে যুবক, হৃদয়ের দোলনায় ভয় খায় দোল
একদিন সে-ই হয় শতাব্দীর রাজা, চাপচাপ শোণিতে যে ভেজায় ভূগোল
মন্তব্য করুন