
তোমরা তো খুব ভালোই থাকো
লেপ মুড়িতে
মিষ্টি কথার ফুলঝুরিতে
যায়না টেকা, চিত্রকল্প ভালোই আঁকো।
আমার ওসব সইনা ধাতে
পাইনে হাতে
ইচ্ছে হলেই যখন যা তা
পাইনে ছাতা
বৃষ্টি হলেই
এমন তো নয়- ভিজবো বলেই।
অশিক্ষিত গাল দিলে দাও, সত্যি ওসব
পেটের ছুঁচো দিন-রাত্তির খেদিয়ে বেড়াই
তোমরা করো বিদ্যে প্রসব।
সকাল-সন্ধ্যা খুব কেটে যায় রাত্রী নামে
তোমরা তখন ফাইল বোঝায় স্বপ্ন রেখে আলমারিতে
লেপ মুড়ি দেও খুব আরামে;
আমরা তখন ভাবতে থাকি ডাইনে-বামে।