
কবি, প্রাবন্ধিক, ছড়াকার, অনুবাদক। জন্ম ২১সেপ্টেম্বর ১৯৭২ যশোর জেলায়।
ছড়া দিয়েই লেখালেখি শুরু। দাদাভাই রোকনুজ্জামান খান প্রথম ছড়া ছাপেন ১৯৮৮ সালে ইত্তেফাকের কচিকাঁচার আসরে। বাংলাদেশ শিশু একাডেমী থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধের গল্প-গাথায় সংকলিত হয়েছে তাঁর মুক্তিযুদ্ধের ছড়া। তাঁর প্রকাশিত ছড়াগ্রন্থ ছড়াছড়ি (২০০৯) ও খোকার জামা বাঘের গায়ে (২০১৬)। সায়ীদ আবুবকর মূলত কবি। আধুনিক বাংলা কবিতার অঙ্গনে তাঁর প্রকৃত উত্থান ঘটে নব্বইয়ের দশকে। ১৯৯৬-এ প্রকাশিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রণয়ের প্রথম পাপ তাঁকে মৌলিক শক্তিশালী কবিরূপে প্রতিষ্ঠিত করে। সমালোচকদের বিচারে তিনি নব্বইয়ের দশকের প্রধান কবি। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৯: প্রণয়ের প্রথম পাপ (১৯৯৬), জুলেখার শেষ জাল (২০০৪), সাদা অন্ধকারে কালো জ্যোৎস্নায় (২০০৬), মেসোপটেমিয়ার মেম (২০০৭), বঙ্গেতে বসতি (২০০৮), এবার একটিবার একসাথে (২০১০), কপোতাক্ষ পাড়ের রোদ্দুর (২০১২), কাগজ কুসুম (২০১৪) ও তুমি বলো তুমি বৃষ্টি ভালবাসো (২০১৫)। ২০১৫-এর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর বাছাই করা কবিতাসংকলন শ্রেষ্ঠ কবিতা। কবিতা কমল (২০০৬) ও কবিতার আধুনিকতা (২০১০) তাঁর দুটি বহুল পঠিত প্রবন্ধগ্রন্থ। আধুনিক বাংলা কবিতা (২০০৯) তাঁর সম্পাদনায় প্রকাশিত একটি অনন্য কবিতাসংকলন, যা বুদ্ধদেব বসুর আধুনিক বাংলা কবিতা ও হুমায়ুন আজাদের আধুনিক বাঙলা কবিতার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকলন। তিনি একজন সফল অনুবাদকও। বাংলাভাষায় তিনি মধুসূদনের ইংরেজি কবিতার প্রথম অনুবাদক। তাঁর অনূদিত মধূসূদনের ইংরেজি কবিতা (২০০৯) দুই বাংলায় ব্যাপক পঠিত। তিনি আল মাহমুদের সোনালি কাবিন ইংরেজিতে অনুবাদ করেন দ্য গোল্ডেন কাবিন নামে, যা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের আই.প্রক্লেইম প্রেস (২০১০ )। যুক্তরাষ্ট্রের আই.প্রক্লেইম প্রেস প্রকাশ করে সায়ীদ আবুবকর সম্পাদিত সুবিশাল গ্রন্থ এ্যান্থলোজি অব দ্য ওয়াল্ড পোয়েট্রি (২০১১)। যুক্তরাজ্যের বুবক প্রকাশনী প্রকাশ করেছে সায়ীদ আবুবকরের সিলেক্টেড পোয়েমস: ২০১০-২০১২ (২০১৩)। সায়ীদ আবুবকরের কবিতা অনূদিত হয়েছে স্প্যানিশ, গ্রিক ও ইংরেজি ভাষায়। ৪৩টি দেশের ৬৪ জন কবির কবিতা নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে সন্ত্রাসবাদবিরোধী কবিতাসংকলন Poetry Against Terror যার প্রথম কবি হলেন সায়ীদ আবুবকর। তিনি বাংলা লিটারেচার নামে একটি ইংরেজি লিটল মাগাজিন সম্পাদনা করেন। কবিতায় বিশেষ অবদানের জন্য তাঁকে ২০০৮ সালের শব্দশীলন সাহিত্য পুরস্কার এবং সামগ্রিক বাংলা সাহিত্যে অবদান রাখার জন্য ২০০৯ সালের লালনপদক প্রদান করা হয়। অনুবাদের জন্য তাঁকে দেওয়া হয় পাঁজিয়া সাহিত্য সম্মেলন সম্মাননা ২০১০। চল্লিশ বছর পূর্তিতে ২০১২ সালে উৎসঙ্গ সৃজন চিন্তন বিশেষ আয়োজনে ঢাকার কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কবি সায়ীদ আবুবকরকে প্রদান করে ৪০ বৎসর পূর্তি সংবর্ধনা। এছাড়া পেয়েছেন লেখকসংঘ পুরস্কার ২০১৪ ও ডিসিএল পুরস্কার ২০১৫। বিশ্ববিখ্যাত পোয়েম হান্টার-এর জরিপে সায়ীদ আবুবকর বর্তমানে বিশ্বের শীর্ষ ৫০০ কবির একজন।
মন্তব্য করুন