তুমি আসলে সেদিন আমজনতার মঞ্চে
বললে অনেক প্রিয়-কথা প্রিয় বাক্য,
বললে তোমার উন্নয়নের গল্প;
আজ ভুলে গেলে সব? নেতাজী!!
দেখলেনা ঐ মঞ্চের খুটি ধরে আছে কোন দৈন্য
ভাবলেনা ঐ সমাবেশ কার জন্য
রাখলে না মনে ওয়াদা যা তুমি করেছো;
এ কি ভন্ডের বেশ ধরেছো!
সম্পদ আর বিলাসী জীবন তোমাকে পেয়েছে আজকে
ভুলেছো তোমার করণীয় সব কাজকে
বলো, এই টাকা এই পয়সার মায়া আর কতো নিচে নামাবে
এই বাড়ি এই গাড়ির বহরে জমা হবে চাকচিক্য;
ভাবো একবার শুধু এইসব যদি হতো কবরের সঙ্গী
আর কি কি তুমি করতে!
তোমার চোখের চশমাটা বড়ো কালচে
দৃষ্টি এড়ায় রক্তের রং লালচে,
তোমার কানের পর্দাটা খুব ভারি হয়ে গেছে হয়তো;
জনতার সাথে ব্যবধান বড় বেশি হয়ে গেছে আজকে
ভুলেছো তোমার করনীয় সব কাজকে।