কলমের কালি শুকিয়ে গিয়েছে?
লেখবেনা আর গণমানুষের কাব্য?
নাকি তুমি আছো রক্তে মাংশে
বিবেকে মরেছো ভাববো??
তোমার কবিতা বলেনা এখন
ব্যথা বেদনার কথা
বলেনা স্বপ্ন কিংবা বাস্তবতা।
তুমি ভিনদেশী এলিয়েন নিয়ে
ইদানিং নাকি লেখছো?
লেখতেই পারো নিষেধ করিনে
হয়তো রঙিন চশমায় শুধু এলিয়েনদেরই দেখছো!
শুধু এইটুকু বলে রাখি
যদি মানুষ না থাকে কেউ আর,
তোমার উপরও বর্তাবে সেই দায়ভার।