ভালোই হতো
রাতের মতো
হতাম যদি অন্ধ
মনের ভিতর থাকতো না আর
সাক্ষ্যি হওয়ার দন্দ্ব।
সব খেয়ে ফের
আমার ভাগের-
বলতে কিছু খাইনি।
আক্ষেপে তো দিন যেতো না-
‘আমিই শুধু পাইনি।’
কারোর চোখের
নীলাভ শোকের
থাকতো ভাষা অজানা;
জেনেই এখন ভুল করেছি
কাটছে না তাই দোটানা।
তোমরা যারা
আপন তারা
ভাতের হাড়ি ভাগ করো
সামান্যতে খুন-খারাবি
সামান্যতে রাগ করো।
আমার এসব ভাল্লাগে না
বলছি তোমায় শুনছো,
কতক ফসল মিলবে বীজে
হিসেব করে বুনছো?