নায়ক এবার মঞ্চে প্রবেশ করো-
শোনাও তোমার নতুন ইশতেহাার,
নায়ক এবার শপথ বাক্য পড়ো-
রোখার সাধ্য কার…
পায়রা এখানে মেলছে না ডানা পরাধীন এ আকাশ,
নতুন আঁধার ঘিরেছে ক্রমেই; শুনছো কি উল্লাস?
নায়ক এবার মঞ্চে প্রবেশ করো-
ঘর পোড়া সব তাকিয়ে তোমার দিকে,
নায়ক এবার শপথ বাক্য পড়ো-
শুনে যাক দাম্ভিকে…
চোখের কাগজ বৃষ্টিতে ভেজা ভেজা
বুকের চাতালে রক্তের সোনা ধান
মুষ্ঠিতে নেই তলোয়ার হয়তো বা
তবু অনায়াসে দিয়ে দিতে পারি প্রাণ
নায়ক এবার মঞ্চে প্রবেশ করো
শোনাও তোমার নতুন ইশতেহার,
শোনাও তোমার নতুন দিনের গান…