নাকের প্রান্তে যে বাতাস এসে দাঁড়িয়ে গিয়েছে মাত্র
সে বাতাস তুমি যতটা ইচ্ছে শুষে নাও বিষপাত্র;
কালকে যখন ফুরাবে তোমার দমের বড়াই
থামবে লড়াই।
খুব ভালো হয় যদি ইতিহাস ভুলে থাকা যায়
জাগতিক এই আয়েশি বাতাসে ফুলে থাকা যায়
এক জীবনের স্বার্থকতার মূলে থাকা যায়
কিন্ত কেমন জীবন লাগেনা জীবন জাগাতে
ক্রমেই এক পা পিছিয়ে পড়েছি এক পা আগাতে!!
বয়স আমার বাড়ছে হয়তো বাড়ছে না বা,
জীবনের কাঁধে ভর করে আসে মৃত্যু থাবা।