
জন্ম: ঝিনাইদহ জেলায় ১৯৫৮ সালে। মৃত্যু: ১১ই মে ২০১৬, সড়ক দুর্ঘটনায়।
পিতা মরহুম খোন্দকার আনোয়ারুজ্জামান। মাতা বেগম লুৎফুন্নাহার। ঝিনাইদহ আলিয়া মাদ্রাসায় ফাজিল পর্যন্ত অধ্যয়নের পর ১৯৭৯ সালে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে প্রথম শ্রেণীতে অষ্টম স্থান অধিকার করে হাদিস বিষয়ে কামিল পাশ করেন। সৌদি আরবের রিয়াদস্থ ইমাম মুহাম্মাদ বিন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬, ১৯৯২ ও ১৯৯৮ সালে স্নাতক, স্নাতকোত্তর ও পি-এইচ. ডি ডিগ্রি লাভ করেন।
দেশ ও বিদেশে যে সকল প্রসিদ্ধ আলিমের কাছে তিনি পড়াশোনা ও সাহচার্য গ্রহণ করেছেন তাঁদের মধ্যে রয়েছেন খতীব মাওলানা ওবাইদুল হক (রাহ), মাওলানা মিয়া মোহাম্মাদ কাসিমী (রাহ), মাওলানা আনোয়ারুল হক কাসিমী (রাহ), মাওলানা আব্দুল বারী সিলেটী (রাহ), মাওলানা ড: আইউব আলী (রাহ), মাওলানা আব্দুর রহীম (রাহ), আল্লামা শাইখ আব্দুল্লাহ ইবন আব্দুল আযীয ইবন বায (রাহ), আল্লামা আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান আল-জিবরীন (রাহ), আল্লামা মুহাম্মাদ ইবন সালিহ ইবন মুহাম্মাদ আল-উসাইমীন (রাহ), শাইখ সালিহ ইবন আব্দুল আযীয আল শাইখ, শাইখ সালিহ ইবন ফাওযান ইবন আব্দুল্লাহ আল ফাওযান।
কর্ম জীবনে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে হাদীস বিভাগে শিক্ষকতা শুরু করেন ১৯৯৮ সালে। ২০০৯ সাল থেকে ২০১৬ সালের ১১ই মে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করার আগ পর্যন্ত তিনি উক্ত বিভাগে অধ্যাপক পদে কর্মরত ছিলেন।
দেশে ও বিদেশে বিভিন্ন পত্র পত্রিকায় বাংলা ইংরেজী ও আরবি ভাষায় তাঁর প্রায় অর্ধশত প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত গবেষণামূলক গ্রন্থের সংখ্যা তিরিশের অধিক। গ্রন্থগুলো হচ্ছে:
১. A Woman from Desert (১৯৯৫)
২. সিয়াম নির্দেশিকা (বঙ্গানুবাদ, ১৯৭৭)
৩. ইসলামের তিন মূলনীতি: একটি সংক্ষিপ্ত আলোচনা (বঙ্গানুবাদ, ১৯৭৭)
৪. কুরআন-সুন্নাহর আলোকে ইসলামী আকীদা (২০০০)
৫. ইসলামে পর্দা (২০০০)
৬. একজন জাপানী মহিলার দৃষ্টিতে পর্দা (বঙ্গানুবাদ, ২০০০)
৭. এহইয়াউস সুনান: সুন্নাতের পুনরুজ্জীবন ও বিদাতের বিসর্জন (২০০২)
৮. রাহে বেলায়াত: রাসুলুল্লাহ-এর যিকির ও দোয়া (২০০২)
৯. মুসলমানী নেসাব: আরাকানে ইসলাম ও ওযীফায়ে রাসুল (সা.), ২০০৩
১০. সহীহ হাদীসের আলোকে সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর (২০০৩)
১১. বাংলাদেশে উশর বা ফসলের যাকাত: গুরুত্ব ও প্রয়োগ (২০০৩)
১২. আল্লাহর পথে দাওয়াত (২০০৪)
১৩. হাদীসের নামে জালিয়াতি: প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা (২০০৫)
১৪. নামায ও মুনাজাত (২০০৫)
১৫. ইসলামের নামে জঙ্গিবাদ (২০০৬)
১৬. কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহসজ্জা (২০০৭)
১৭. বুহুসুন ফী উলূমিল হাদীস: আরবি ভাষায় রচিত (২০০৭)
১৮. সহীহ মাসনুন ওযীফা (২০০৭)
১৯. রাসুলুল্লাহ (সা.)- এর পোশাক ও ইসলামী পোশাকের বিধান (২০০৮)
২০. খুতবাতুল ইসলাম (২০০৮)
২১. ইযহারুল হক বা সত্যের বিজয় (বঙ্গানুবাদ, ২০০৮)
২২. মুসনাদ আহমাদ (বঙ্গানুবাদ, আংশিক ২০০৮)
২৩. কুরআন সুন্নাহর আলোকে শবে বরাত: ফযীলত ও আমল (২০০৯)
২৪. ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকী রচিত আল-মাউযূআত: একটি বিশ্লেষনাত্মক পর্যালোচনা (২০০৯)
২৫. তাওরাত, যাবূর, ইঞ্জিল ও কুরআনের আলোকে কুরবানি ও জাবীহুল্লাহ (২০১০)
২৬. ফিকহুস সুনানি ওয়াল আসার: হাদীস ভিত্তিক ফিকহ (বঙ্গানুবাদ, ২০১২)
২৭. কিতাবুল মোকাদ্দস, ইঞ্জিল শরীফ ঈসায়ী ধর্ম (২০১৩)
২৮. ইমাম আবু হানিফা (রাহ) রচিত আল ফিকহুল আকবার: বঙ্গানুবাদ ও ব্যাখ্যা (২০১৩)
২৯. বাইবেল ও কুরআন (২০১৩)
৩০. সালাতের মধ্যে হাত বাঁধার বিধান (২০১৪)
গবেষণা কর্মের পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের সাথে আধুনিক শিক্ষার সমন্বয়ের লক্ষ্যে ১৯৯৮ খৃষ্টাব্দে তিনি ‘আল-ফারুক একাডেমী’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। বিশুদ্ধ ইসলামী জ্ঞান ও মূল্যবোধ প্রচার ও মানব সেবার উদ্দেশ্যে ২০১১ সালে ‘আস-সুন্নাহ ট্রাস্ট’ নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং ২০১২ সালে Education and Charity Foundation Jhenidah নামে একটি শিক্ষা ও সমাজ সেবা সংস্থা প্রতিষ্ঠা করেছেন। এ সকল প্রতিষ্ঠান শিক্ষা প্রচার, ধর্ম প্রচার, দুস্থ নারী ও শিশুদের সেবা ও পুনর্বাসনে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে।
মন্তব্য করুন