এ হাসি কিসের জন্য?
লাশ মিলেছে এতেই ধন্য!!
এ হাসি লজ্জা তোমার
এ হাসি হাসলে দারুণ লাগে জঘণ্য।
এ হাসি জুতোর তলা্য় পিষ্ঠ হওয়ার আনন্দে কি?
এ হাসি সত্য নাকি দাশের মুখের করুণ মেকি?
এ হাসি হাসতে জানে হয়তো এখন এ বাংগালী!
দাদারা তুষ্ট থাকো, এ নাও দেখো দাঁত এক ফালি!!
: যখন বি. এস. এফ কতৃক আমরা লাশ বুঝে পাই
মন্তব্য করুন