হঠাৎ করে আটকে গেলো পা দুটো-
রক্তে ধোয়া ঘুমিয়ে ছিলো স্বাধীনতার ছা দুটো!!
ক্যামনে আমি ডিঙায় তাদের, ক্যামনে বলি থাক পড়ে;
ক্যামনে বলি ও কিছু না, এবার ঈদের চাঁদ উঠো…
হঠাৎ করে আটকে গেলো পা দুটো-
রক্তে ধোয়া ঘুমিয়ে ছিলো স্বাধীনতার ছা দুটো!!
ক্যামনে আমি ডিঙায় তাদের, ক্যামনে বলি থাক পড়ে;
ক্যামনে বলি ও কিছু না, এবার ঈদের চাঁদ উঠো…