আমার এখন প্রেম হয়েছে লাশের সঙ্গে
প্রেম হয়েছে ভাগ্য এবং তাশের সঙ্গে
তোমরা যারা লাশ দেখনা ভিন্নমতের
কাল তাদেরও ঘটবে মিলন বাঁশের সঙ্গে
মতবাদের জাল ধরেছে রুই কাতলা
আমরা পুটি কিংবা ঝায়া চিন্তা কিসের
সবাই মরে, মরছে তাতে কি আসে যায়
বিষ খেয়েছি, আমার কি দোষ; দোষ তো বিষের
আমার এখন প্রেম হয়েছে লাশের সঙ্গে
বুলেট-বারুদ কিংবা ছোরা সব তো সুমান
ওসব নিয়ে চিন্তা ছাড়ুন, শুনুন মশাই
নাকের ফুটোয় তেল মেরে আরামছে ঘুমান
আমরা যারা লাশের সঙ্গে প্রেম করেছি
তাদের একটা গল্প আছে শান্তিকামী-